ফিট চেক I মিডনাইট মুডবোর্ড
বছর শেষের পার্টিতে গ্লাম স্টেটমেন্ট না হলে চলছেই না। গ্লিটারি, শাইনি ও গ্ল্যামারাস হলেই টুয়েলভ ও’ক্লক এডিট মিট করবে ঠিকভাবে। মিডনাইট ম্যাজিক ব্ল্যাকের সঙ্গে সিডাকটিভ মেলোর টিমআপ এই উপলক্ষে হতেই পারে। মেকআপেও পার্টি কল। সাহসী আর সপ্রতিভ হোক এবারের কাউন্টডাউনের স্টাইল। ক্যানভাসের এক্সিকিউটিভ এডিটর হোসনে নুজহাতের স্টাইলিংয়ে
ফ্যাশন ডেস্ক
মডেল: প্রমা
মেকওভার: পারসোনা
ছবি: জিয়া উদ্দীন
