skip to Main Content

সম্পাদকীয়

এবারের ঈদ একটু অন্য রকম হবে বলে মনে হচ্ছে। একদিকে ভ্যাপসা গরম আর ঝড়বৃষ্টির আশঙ্কা, অন্যদিকে নতুন অর্থবছরের পদধ্বনি। ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্য। খাদ্যপণ্যে ভেজাল ও বিষাক্ত রাসায়নিকের ব্যবহার। ঈদের দিনগুলোয় স্বজনসমাগমে, আড্ডায়, ডাইনিং টেবিলে এসব বিষয় নিয়ে আলাপ জমে উঠবে।

ক্যানভাসের ঈদসংখ্যা নতুন করে আবার জমিয়ে তোলার জন্য থাকছে ব্যতিক্রমী ও উৎসবসম্মত আয়োজন। কিন্তু উপযোগিতাকে উপেক্ষা করে নয়। যেমন কভারস্টোরি রচিত হলো ঈদ উদ্যাপনে শেষ মুহূর্তের সৌন্দর্যপ্রস্তুতি নিয়ে। এবারের পোর্টফোলিওতে অংশগ্রহণ করেছে পাঁচটি দেশীয় ফ্যাশন হাউস, উপস্থাপিত হয়েছে সব বয়সের ঈদপোশাক। পাঁচ সেলিব্রিটির রূপচর্চার খুঁটিনাটিসম্পর্কিত মজার একটি সাক্ষাৎকার স্থান পেয়েছে। আমার সিগনেচার তো আছেই। তবে তাতে ভিন্ন কোণ থেকে উপস্থাপন করতে চেয়েছি মেকআপ ট্রেন্ডের সঙ্গে মিলিয়ে এই ঈদে নারীর সাজ কেমন হতে পারে। পাঠকদের জন্য আমার বিশেষ উপহার।

এই ঈদে ক্যানভাসের তরফ থেকে ভিন্ন রকমই হচ্ছে আপনাদের ডাইনিং। কেননা, আমরা এবার প্রবেশ করেছি টার্কিশ কিচেনে, আর সেখানকার শেফদের কাছ থেকে বেছে এনেছি ছয়টি বিশেষ পদ। এ তো হেঁশেলসূত্রের খবর। কিন্তু রসনাবিলাসেও হাল ছাড়িনিঢাকায় টার্কিশ কুজিন বেজড একটি রেস্টুরেন্ট বর্ণনার বিষয় হয়েছে এই সেগমেন্টে। এত কিছু, তবু উৎসবে সবই চেখে দেখতে চাই। সে জন্য একটু কাছেই, প্রতিবেশী দেশের শহর কলকাতার ঈদের বিচিত্র খাবার ও পানীয় নিয়ে থাকছে বিশেষ রচনা। শুধু কি ভোজনে মন ভরে? আলাপও তো চাই কোনো তারকার সঙ্গে। আর অমনি অঞ্জন দত্ত। নিজেই বলেছেন, তাঁর অনুরাগীর ৬৫ ভাগই বাংলাদেশি।

এই সংখ্যায় রয়েছে আরও অনেক আয়োজন, আপনাদের জন্য। উল্লেখ করতে গেলে তালিকা বেশ দীর্ঘ হবে। আমরা বরাবরই চেয়ে এসেছি, ক্যানভাস সব সময় আপনাদের সঙ্গে থাকুক। উৎসবে আরও বেশি করে। প্রতিফলনটা এবারও আশা করি নজর এড়াবে না।

একটা বিয়োগান্ত প্রসঙ্গ দিয়ে শেষ করছি। বাংলা গানের প্রসিদ্ধ কণ্ঠশিল্পী সুবীর নন্দী আজ আমাদের মধ্যে নেই। তাঁর দরদি কণ্ঠস্বরে সমৃদ্ধ হয়েছে বাংলা গানের জগৎ। সংগীতানুরাগীদের কাছে তিনি শ্রদ্ধেয় হয়ে থাকবেন।

ঈদের শুভেচ্ছা। সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top