skip to Main Content

সম্পাদকীয়

কিছুদিন হলো, আমাদের মন ভালো নেই। প্রতিদিনই মৃত্যুর খবর আসছে। গুজবে প্রভাবিত কতিপয় মানুষের নিষ্ঠুরতার বলি হচ্ছে নিরীহ মানুষ; ডেঙ্গুর প্রকোপে মৃত্যু ঘটছে শিশু-তরুণ-বৃদ্ধের, হাসপাতালে উপচে উঠছে প্রতিদিন; বন্যায় ঘটছে প্রাণহানি, নিঃস্ব-ক্ষুধার্ত-বিপন্ন মানুষের সংখ্যা বাড়ছে। সামাজিক, প্রাকৃতিক, মানবিক- কোনো দিক থেকে আমরা ভালো নেই।
জীবন তবু থেমে থাকার নয়। তার বহমানতায় কিছুই উপেক্ষণীয় নয়। এই যেমন সামনে ঈদ। ত্যাগের মহিমায় উজ্জ্বল এক উৎসব। একে ঘিরে কত আয়োজন! পারিবারিক-সামাজিক-ধর্মীয় প্রীতি ও সম্প্রীতির আবহে আমরা জীবনের অর্থ ও সৌন্দর্য খুঁজে নিতে চাই। কিন্তু এবারের ঈদ তো আগের মতো আনন্দময় হবে না। বন্যার্তদের কষ্টের ভাগটা আমাদের নিতেই হবে। প্রতি ঈদে কত জামাকাপড় কেনা হয়, খাওয়া-দাওয়া আর বেড়ানোর জন্যও কম অর্থ ব্যয় হয় না। এবার আমরা না হয় তা কমিয়ে দিয়ে সেই অংশটুকু বন্যার্তদের ত্রাণের কাজে লাগাই! মানবতার পাশে থাকি!
এ মাসেই ক্যানভাসের ১৪ বছর পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে মিডিয়া জগতে নানা উত্থান-পতন ঘটলেও আপনারা আমাদের সঙ্গে থেকেছেন। ফলে আমাদের স্বপ্ন বিস্তৃত হতে পেরেছে ধাপে-ধাপে। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এখন ক্যানভাসের কৈশোর; যখন এটি তারুণ্যে প্রবেশ করবে, তখন নিশ্চয়ই আরও নতুন আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
প্রতিবারের মতোই ক্যানভাস বর্ষপূর্তি সংখ্যা প্রকাশ পেল বর্ধিত কলেবরে। নতুন নানা আয়োজনে। ঈদুল আজহা উপলক্ষে বিশেষ কিছু আইটেম তো থাকছেই। ফ্যাশন থেকে শুরু করে ট্রাভেল পর্যন্ত। সঙ্গে থাকছে ১৮টি রেসিপি নিয়ে স্বতন্ত্র একটি পুস্তিকা। আশা করি উৎসবের দিনগুলোয় সংখ্যাটি আপনাদের আনন্দের সঙ্গী হয়ে উঠবে।
ক্যানভাস পরিবার অভিনন্দন জানাচ্ছে আপনাদের।
ঈদুল আজহার শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top