হরাইজন
হ্যালো কিটি
আকর্ষণীয় ও ইউনিক ডিজাইনের অনুষঙ্গের জন্য বালাঁসিয়াগা অনেকেরই পছন্দের। প্রতিষ্ঠানটি যুগের সঙ্গে মিলিয়ে আইকনিক সব ব্যাগ নিয়ে হাজির হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। প্রতিষ্ঠানটি নারীদের জন্য নিয়ে এসেছে নতুন ডিজাইনের ব্যাগ ‘হ্যালো কিটি’। বিড়ালের মুখের আদলে তৈরি বলেই এ রকমের নামকরণ হয়েছে ব্যাগটির। আকারে মাঝারি ধরনের হলেও প্রয়োজনীয় জিনিস রাখার যথেষ্ট জায়গা রয়েছে। হ্যালো কিটি ব্যাগগুলো সাদা। তবে কোনো কোনোটিতে লাল ও কালো রঙের ছোঁয়াও রয়েছে। বালাঁসিয়াগা জানিয়েছে, হ্যালো কিটি ব্যাগ বিড়ালের কার্টুন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। এই অনুষঙ্গ শুধু ফ্যাশনের জন্য নয়, প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্যও ব্যবহৃত হয়। এমন ভাবনা থেকেই ব্যাগগুলো তৈরি হয়েছে।
সামাজিক ব্রেসলেট
বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড লুই ভিঁতো এবার তৈরি করেছে দৃষ্টিনন্দন ব্রেসলেট। এগুলো বিভিন্ন রঙের রশি ও মেটালের তৈরি। এর সঙ্গে সিলভারের চেইন যুক্ত করা হয়েছে। এই চেইনে এল ও ভি (লুই ভিঁতো) শব্দযুগলের প্যাডলকও সংযুক্ত। নতুন ডিজাইনের এ ব্রেসলেটগুলো কালো, কমলা, সবুজ ও নীল রঙের। এর বিশেষত্ব হলো, এতে ডিজাইন হিসেবে তালা ব্যবহার করা হয়েছে। ফ্যাশনের পাশাপাশি সামাজিক কাজে অংশগ্রহণের সুযোগও দিচ্ছে এই অনুষঙ্গ। কেননা ব্রেসলেট বিক্রির লভ্যাংশ ব্যয় করা হবে মোজাম্বিকসহ জিম্বাবুয়ের শিশুদের স্যানিটেশন, পুষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে। এ কাজে সহায়তা করবে ইউনিসেফ। কাজেই ব্রেসলেটগুলো একদিকে যেমন ফ্যাশনের চাহিদা পূরণ করে, অন্যদিকে সমাজসেবামূলক কাজেও থাকবে অংশগ্রহণ। প্রতিটির দাম ৪২৫ মার্কিন ডলার।
ভালোবাসার সময়যন্ত্র
আভিজাত্য ও ভালোবাসার মিশ্রণে ফ্রেন্স লাক্সারি ব্র্যান্ড ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলস তাদের কালেকশনে যুক্ত করেছে নতুন কয়েকটি হাতঘড়ি। ঘড়িগুলোয় প্রকাশ পেয়েছে প্রেমিক যুগলের দুপুর ও মধ্যরাতের ভালোবাসার দৃশ্য। চাহিদা অনুযায়ী দৃশ্যগুলোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যাবে। যার নামকরণ হয়েছে পন্ট ডেস অ্যামোরেক্স। প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ ডিরেক্টর ও সিইও নিকোলাস বোস বলেন, ‘আমরা যখন প্রথম ঘড়িটি নকশা করলাম, তখন সেখানে প্যারিসের নির্দিষ্ট একটি জায়গা উঠে এসেছিল। আসলে সেটা ছিল কয়েকটি সেতুর মিশ্রণ, যা ভালোবাসার শহর প্যারিসের প্রতিনিধিত্ব করে। প্রতিষ্ঠানটি এখন ঋতু ও সময়ের পরিবর্তন নিয়ে ভাবছে। তাই নতুন এ ঘড়িতে ভালোবাসার সঙ্গে সময়কে তুলে ধরেছে।