সাদা, সাদা আরও সাদা
সাদা কেডস বা স্নিকার। ফ্যাশনিস্তাদের সংগ্রহে মাস্ট হ্যাভ আইটেম। কিন্তু সহজেই নোংরা হয়ে যাওয়ার সমস্যা এ জুতাগুলোতে প্রবল। সে ক্ষেত্রে সমাধান?
১. সাদা জুতার রাবারের সোল আর পাশের দিনগুলোতে ময়লা বসতে দেওয়া যাবে না। বাড়ি ফিরেই পরিষ্কার করে নিতে হবে। একটা পুরোনো টুথব্রাশ দিয়ে সাবান-গোলা পানি লাগিয়ে জুতার সোল পরিষ্কার করতে হবে প্রতিদিন। তাতে জুতা ভালো থাকবে। নাছোড় দাগ তুলতে পুরোনো কাপড় ভিনেগারে ভিজিয়ে দাগের ওপর ভালো করে ঘষে নিতে হবে। আর জুতার ফিতা উষ্ণ সাবান-পানিতে পরিষ্কার করে নিতে হবে।
২. জুতা ক্যানভাসে তৈরি হলে প্রথমে পানিতে ধুয়ে নিন। অন্যদিকে ডিটারজেন্ট আর বেকিং সোডা ১ : ১.৫ অনুপাতে মিশিয়ে তাতে সামান্য পানি দিয়ে একটা পেস্ট করে নিন। এই পেস্ট জুতায় মাখিয়ে রাখুন খানিক সময়। তারপর ব্রাশ দিয়ে ঘষে ঘষে সব ময়লা তুলে দিন। এরপর পুরোনো কাগজের রোল বা টিস্যু পেপার জুতার মধ্যে ঢুকিয়ে ফ্যানের তলায় রেখে দিন সারা রাত। তাতে জুতাটা শুকিয়ে যাবে। রোদে জুতা শুকাবেন না, তাতে সোল শক্ত হয়ে যাবে। পরবর্তীকালে ফেটেও যেতে পারে। ভালো করে শুকানোর পর হোয়াইটেনার লাগান।