পোর্টফোলিও I ইন্দো-ওয়েস্টার্ন INDULGENCE
শিলুয়েটে পরম্পরার পষ্টতা। কিন্তু কাট-প্যাটার্নে পশ্চিমা প্রশ্রয়। ষাটের দশক থেকে সাড়া ফেলে দেওয়া এ পোশাকপ্রথায় প্রভাবিত নতুন প্রজন্মও। ভৌগোলিক সীমানা পেরিয়ে, ভিন্ন ভিন্ন সংস্কৃতির সৌন্দর্য উদযাপনের পাশাপাশি স্টাইল স্টেটমেন্ট তৈরির দারুণ উপায়ও বটে!
মেকওভার: পারসোনা
ছবি: তানভীর খান
রত্না গুলজার
ভেলভেটের এমব্রয়ডারড শর্ট কুর্তা। সঙ্গে এমবেলিশড ওয়াইড লেগ প্যান্ট
মডেল: দোয়েল
এম্পায়ার কাট শর্ট টপ। সঙ্গে টুলের লেহেঙ্গা আর ওড়না
মডেল: তানিয়া
রূপো শামস্
ভেলভেটের ক্রপ টপে ভারী জারদৌসি এমবেলিশমেন্ট। সঙ্গে কাতানের স্কার্ট
মডেল: রিফা
টার্টল নেক শেপের লং টপ। সঙ্গে কাতানের ওয়াইড লেগ প্যান্ট
মডেল: দোয়েল
হুমায়রা খান
এ লাইন মাল্টিকালারড স্ট্রাকচারড কুর্তিতে এমব্রয়ডারির এমবেলিশমেন্ট। সঙ্গে পালাজো প্যান্ট
মডেল: তানিয়া
পিচ কুর্তিতে এমব্র্রয়ডারি ওয়ার্ক। সঙ্গে ওয়াইড লেগ প্যান্ট
মডেল: রিফা
সারা করিম
সিক্যুইনের ক্রপ টপ আর লেহেঙ্গা। সঙ্গে মানানসই ফ্রিলড ওড়না
মডেল: তানিয়া
জারদৌসি ওয়ার্কের ক্রপ স্টাইল কেপ। সঙ্গে প্লিটেড স্কার্ট
মডেল: দোয়েল