skip to Main Content

ই-শপ I দয়ীতা

‘ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসতাম। অনার্সে পড়ার সময় প্রচুর ছবি এঁকেছি। এককথায় আঁকাআঁকির প্রতি আমার ভীষণ ঝোঁক ছিল। বিয়ের পর সংসার আর বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ফেসবুক ও অনলাইন শপগুলো দেখে ছোট বোন উৎসাহ দেয় নতুন কিছু করার। আমিও ভাবতে শুরু করি। এরপরই টিপ নিয়ে কাজ শুরু করলাম। যাত্রা শুরু হলো “দয়ীতা”র। শুরুতেই ভীষণ সাড়া পেলাম।’
কথাগুলো বলছিলেন দয়ীতা টিপের কর্ণধার সাইদা সুলতানা মিলি।
বাঙালি সাজ টিপ ছাড়া পূর্ণতা পায় না। আজকাল পাশ্চাত্য নারীর সাজেও এটি দেখা যায়। রঙ ও ডিজাইনে বৈচিত্র্য সাজে আনতে পারে ভিন্নতা। এ বিষয়ে সাইদা সুলতানা মিলি বলেন, ‘একসময় শুধু কিছুসংখ্যক মানুষের কাছে টিপের চাহিদা ছিল। এখন ফ্যাশন-সচেতন প্রায় সবার কাছেই টিপের আলাদা কদর রয়েছে। আমি মনে করি, বাঙালি সাজে টিপ অপরিহার্য। শাড়ির সঙ্গে টিপ না পরলে সাজে পূর্ণতা আসে না। এখন অনেকে সব ধরনের আউটফিটের সঙ্গেই এটি পরছেন। দয়ীতার সব টিপই হাতে বানানো। খুব যত্ন নিয়ে এগুলো তৈরি করা হয়। যে জন্য দয়ীতার টিপে রয়েছে স্বকীয়তা। ডিজাইনেও রয়েছে বৈচিত্র্য।’
বিভিন্ন বয়সী ফ্যাশন-সচেতন নারীর কাছে টিপের চাহিদা ভিন্ন ভিন্ন। এ সম্পর্কে মিলি বলেন, ‘গৃহবধূ, শিক্ষার্থী, নানা পেশার নানা বয়সী নারীর কাছ থেকে আমরা অর্ডার পাই। আমাদের ফ্লাওয়ার টিপ সবচেয়ে জনপ্রিয়। প্রচুর অর্ডার আসে। শুধু আমরাই বিডস টিপ, ফ্লাওয়ার টিপ তৈরি করি। তাই এর চাহিদা বেশি। এ ছাড়া আমাদের প্রতিটি টিপই স্বতন্ত্র। তাই ক্রেতার কাছে দয়ীতার আলাদা চাহিদা রয়েছে। শুরুতে “চারুলতা” টিপ ও “আপ্লিক” টিপ ডিজাইন করতাম। এটা আমারই কাজ। এর আগে কেউ এটি করেনি। চারুলতা টিপের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। অনেক সেলিব্রিটিই দয়ীতার টিপ পছন্দ করেন।’
একসময় পাথর-জরি দিয়ে কারুকার্য করা টিপের প্রচলন শুরু হয়েছিল। এখন সাধারণ নকশার গোল বা লম্বা টিপ মেয়েদের পরতে দেখা যায়। গোল টিপে কখনো ফোটানো হয় ফুল। জমকালো ভাব আনতে কেউ কেউ টিপের উপর বসিয়ে নিচ্ছেন একটি পাথর। বউয়ের সাজে লাল টিপের চারপাশে বিন্দু বিন্দু চন্দনের ফোঁটা দিয়ে ঘিরে ফেলা হয়। আবার কখনো শাড়ির সঙ্গে মিলিয়ে মাঝখানে নকশা করা হয় আফসান দিয়ে। অনেককেই দেখা যায়, টিপ ব্যবহারে নিজস্ব একটা স্টাইল এনেছেন। এ ক্ষেত্রে অবশ্য দয়ীতা টিপের জুড়ি মেলা ভার। দামও অনেকটা হাতের নাগালে। টিপের পাতার মূল্য ১০০, ১২০, ১৫০ টাকা। আকার, ডিজাইন আর বৈচিত্র্যের ওপর মূল্য নির্ভর করে। দয়ীতা ফেসবুক পেজে অর্ডার করলে ক্রেতার পছন্দ অনুসারে টিপ দেয়া হয়। পেমেন্ট বিকাশের মাধ্যমে করতে হয়। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাইদা সুলতানা মিলি বলেন, ‘দয়ীতার টিপকে এক্সক্লুসিভ ডিজাইনের টিপের ব্র্যান্ড হিসেবে সবার কাছে ছড়িয়ে দিতে চাই। যেহেতু ব্র্যান্ডটি আমার মেয়ের নামেই, তাই এটি নিয়ে আমার স্বপ্ন অনেক। তবে ক্রেতাদের আরও নতুন ও বিশেষ ডিজাইনের টিপ উপহার দেয়ার মাধ্যমে এগিয়ে যেতে চাই।’
https://www.facebook.com/doyeeta.com.bd/
 গোলাম কিবরিয়া
মডেল: সাদিয়া
মেকওভার: পারসোনা
ছবি: ক্যানভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top