পোর্টফোলিও I সারা
সময়ের সঙ্গে পথ চলে ক্রেতাদের মনে আস্থা গড়ে নেওয়া দেশি ফ্যাশন ব্র্যান্ড ‘সারা’। স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড এটি। যাত্রা শুরু ২০১৮ সালের মে মাসে। প্রথম আউটলেট রাজধানীর মিরপুর–৬ এ। এরপর বেড়েছে পরিসর। বর্তমানে আউটলেটের সংখ্যা ১১।
জনপ্রিয় এই ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ডের পোশাকে রয়েছে আধুনিকতার শৈল্পিক ছাপ। নারী, পুরুষ, শিশু—সবার উপযোগী পোশাক তৈরি করে ব্র্যান্ডটি। সাশ্রয়ী মূল্যে ভালো মানের পণ্য ক্রেতাদের হাতে তুলে দিতে পারায় তাদের রয়েছে বিশেষ সুনাম। সারার ঈদ স্পেশাল কালেকশনে রয়েছে গার্লস বটম, বয়েজ শার্ট, গার্লস টপস, লেডিস এথনিক কুর্তি, গার্লস ফ্রক, লেডিস সিঙ্গেল এথনিক, ক্যাজুয়াল শার্ট, ফ্যাশন টপস, পাঞ্জাবিপ্রভৃতি।
আউটলেট থেকে সরাসরি কেনার পাশাপাশি ই–কমার্সেও সারা বেশ সক্রিয়। পণ্য বিপণনে সামাজিক যোগাযোগমাধ্যমও দারুণভাবে ব্যবহার করছে বাহারি পণ্যের সম্ভারে সাজানো ব্র্যান্ডটি।
শাখা: ঢাকার মিরপুর–৬ এ অবস্থিত সারার প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ এর ৪০ এবং ৫৪ নম্বর শপটি ছিল প্রতিষ্ঠানটির দ্বিতীয় আউটলেট। তৃতীয় আউটলেটটি হলো বাড়ি ১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক–এফ, রিং রোড, মোহাম্মদপুর। উত্তরায় সারার পোশাক পাওয়া যাবে হাউস ২২, সোনারগাঁও জনপদ, সেক্টর–৯, উত্তরা, ঢাকা এ ঠিকানায়। বারিধারা জে ব্লকে আছে সারার আরেকটি আউটলেট। বনশ্রী ই ব্লকের ১ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়িতে রয়েছে সারার ষষ্ঠ আউটলেট। ঢাকার বাইরে সারার প্রথম আউটলেট রংপুরে জাহাজ কোম্পানির মোড়ে। রাজধানী ঢাকার ওয়ারীতে (বাড়ি ৩৬/১ নম্বর, র্যাঙ্কিন স্ট্রিট, ঢাকা–১২০৩) রয়েছে সারার অষ্টম আউটলেট। এ ছাড়া সম্প্রতি রাজশাহীতে (বাড়ি ৫৩ ও ৫৪, ইউনাইটেড টাওয়ার, রানি বাজার) ও রাজধানী ঢাকার বাসাবোতে (বাড়ি ৯৬/২, পূর্ব বাসাবো, সবুজবাগ, ঢাকা–১২১৪) যথাক্রমে সারার নবম ও দশম আউটলেটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া বগুড়া ও সিলেটে শিগগির শুরু হবে সারার আউটলেট।
ফেসবুক: www.facebook.com/saralifestyle.bd
ওয়েব: www.saralifestyle.com
ইনস্টাগ্রাম: saralifestyle.bd
কেয়ারলাইন: +৮৮ ০১৮৮৫ ৯৯৮৮৯৯
মিডনাইট ব্লু কামিজে কোবাল্ট আর কমলার স্ক্রিন প্রিন্ট। সঙ্গে সালোয়ার আর ওড়না
মডেল: হৃদি
ইন্ডিগো আর ব্রাউন প্রিন্টের পাঞ্জাবি। সঙ্গে সাদা পায়জামা
মডেল: যশ মির্জা
রয়্যাল ব্লু কালারের পাঞ্জাবি। কলার আর হাতায় প্রিন্ট। সঙ্গে সাদা পায়জামা
মডেল: রাকিব
ল্যাভেন্ডার কালার ক্রেপ জর্জেটে ট্রপিক্যাল ফ্লোরাল প্রিন্ট। ফ্রিলে সমাপ্তি
মডেল: অ্যান্নি
লাইল্যাক কালারের টপে ফুল–পাতা–পাখি। ফ্রিলে ভিন্নতা
মডেল: মারিয়াম
অ্যাকুয়া ব্লু পাঞ্জাবির নেক লাইন আর স্লিভে এমব্রয়ডারি
মডেল: রাকিব
আকাশি কামিজে জ্যামিতিক প্রিন্ট। নেক লাইনে ফ্রিল। সঙ্গে ম্যাচিং ওড়না আর পায়জামা
মডেল: মারিয়াম
মেরুন পাঞ্জাবি। স্ক্রিন প্রিন্ট নকশা। সঙ্গে সাদা পায়জামা
মডেল: যশ মির্জা
কাফতান কাট টপ। ম্যাজেন্টা–নীল জমিনে কমলা আর ম্যাট গোল্ডেন কারুকার্য
মডেল: বৃষ্টি
কালো পাঞ্জাবির কলার আর বুকে বাদামি সুতার এমব্রয়ডারি
মডেল: রাকিব
ফুলেল নকশার ল্যাভেন্ডার ফ্রক। নেক লাইনে টাসেল
মডেল: অ্যান্নি
সাদা–আকাশি হরাইজন্টাল ট্রেইপের পাঞ্জাবি
মডেল: যশ মির্জা