skip to Main Content

পোর্টফোলিও I ভারগো

ফ্যাশন ব্র্যান্ড ভারগো ফ্যাশনিস্তাদের কাছে শুরু থেকেই ব্যাপক সমাদৃত। ব্র্যান্ডটির পথচলা শুরু ২০১৮ সালে। এটি ভারগো রিটেইল লিমিটেডের একটি লাইফস্টাইল ব্র্যান্ড। ভারগো সব বয়সী ক্রেতাদের পোশাকে প্রাধান্য দিচ্ছে। ব্র্যান্ডটি সুন্দর ডিজাইন, কোয়ালিটি এবং ডিটেলিংয়ে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রডাক্ট লাইনে রয়েছে এথনিক, মডার্ন ও ফিউশনের সমাহার। রাজধানী ঢাকাসহ সারা দেশে ভারগোর রয়েছে ১২টি আউটলেট। এ ছাড়া খুব সহজে অনলাইন থেকে ব্র্যান্ডটির বিভিন্ন পোশাক কেনার সুযোগ রয়েছে।

শাখা: লেভেল-২, ব্লক-সি, শপ ৯২/৯৩, বসুন্ধরা সিটি, পান্থপথ, ঢাকা। লেভেল-২, ব্লক-সি, শপ ৮১/৮২, বসুন্ধরা সিটি, পান্থপথ, ঢাকা। প্রবাল হাউজিং, রিং রোড, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা। ৮ সোনারগাঁও জনপথ রোড, সেক্টর-৯, উত্তরা, ঢাকা। স্টার সিটি শপিং কমপ্লেক্স, হাসনাবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। মেইন রোড, বাটা সার্কেল, নওগাঁ সদর। ৫ পুরোহিতপাড়া (চরপাড়া), ময়মনসিংহ সদর। আকুরটাকুর পাড়া, সদর মার্কেট, টাঙ্গাইল। এ অ্যান্ড এস শপিং মল, ২৬৭ সদর রোড, বাজীর মোড়, নরসিংদী। বিবির পুকুর পাড়, সদর রোড, বরিশাল। ৫৫, বাশার হাউস, এস এস কে রোড, ফেনী সদর। শহীদ আবদুল জব্বার রোড, জলেশ্বরীতলা, বগুড়া।

ফেসবুক: www.facebook.com/virgoretail
ওয়েব: www.virgobd.com
ইনস্টাগ্রাম: instagram.com/virgo_retail
কেয়ার লাইন: ০১৯৬০৮৮৮৯৯৯
ছবি: শরীফ আহমেদ

 

ব্ল্যাক পাঞ্জাবিতে এমব্রয়ডারি ও মিরর ওয়ার্ক
মডেল: সালমান, নাহিদ ও হাসিন

ব্ল্যাক এমব্রয়ডারি ওয়ার্ক জর্জেট টিউনিক
মডেল: শারলিনা

রেড ও ব্রাউন কম্বিনেশন পাঞ্জাবিতে এমব্রয়ডারি ওয়ার্ক
মডেল: সালমান

সাটিন এমব্রয়ডারি ওয়ার্ক কামিজের সঙ্গে টিস্যু দোপাট্টা
মডেল: অ্যান্নি

সাদা আংরাখা স্টাইল টপস এর মিরর ও এমব্রয়ডারি ওয়ার্ক
মডেল: বর্ন

রয়েল ব্লু কামিজে খারি ওয়ার্ক
মডেল: অ্যান্নি

কফি কালার পাঞ্জাবিতে মেরুন সুতোর কাজ, কলার ও বাটন লাইনে সুতোর এমব্রয়ডারি
মডেল: সালমান

ডিপ মেরুন সিল্ক কামিজের সাথে সি থ্রু লং কটি
মডেল: শারলিনা

সি গ্রিন মিরর ওয়ার্ক পাঞ্জাবি
মডেল: হাসিন

ক্রেপ জর্জেট লং ড্রেস
মডেল: বর্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top