পোর্টফোলিও I সিরাত
বর্তমান সময়ে যতগুলো অনলাইনভিত্তিক বুটিক স্টোর রয়েছে, সেগুলোর মধ্যে ‘সিরাত’ অন্যতম সুপরিচিত নাম। দেশীয় ডিজাইনে প্রস্তুত করা সিরাত-এর প্রতিটি পণ্যের আকর্ষণীয়তার জন্য বিভিন্ন মহলে দারুণ গ্রহণযোগ্যতা লাভ করেছে। নিত্যনতুন পণ্যের সমাহার আর সেরা গ্রাহকসেবার কারণে সিরাত-এর ব্যবসার ব্যাপ্তি ক্রমশ বেড়ে চলেছে।
সিরাত-এর যাত্রা শুরু ২০২১ সালে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাজিয়া মুনমুন কোভিড-পরবর্তী সময়ে এর কার্যক্রম শুরু করেন। দেশীয় কারিগরের মাধ্যমে প্রস্তুত করা সিরাত-এর সালোয়ার-কামিজ, থ্রি-পিস, কুর্তি, শাড়িসহ অন্যান্য ড্রেস অত্যন্ত কম সময়ে সকল শ্রেণির গ্রাহকদের নজর কাড়ে। মানানসই কিন্তু আধুনিক ডিজাইন, ফ্যাশনেবল কিন্তু আরামদায়ক ড্রেস তৈরির মাধ্যমে সিরাত-এর খ্যাতি ঈর্ষণীয়। নারীদের পোশাকের পাশাপাশি পুরুষদের জন্য পাঞ্জাবিও সিরাত তৈরি করে।
প্রাথমিক পর্যায়ে ফেসবুক পেজের মাধ্যমে পণ্য বিক্রয় শুরু করলেও সিরাত বিভিন্ন মেলা ও ফেস্টিভ্যালে যোগ দেয়। পাশাপাশি বেশ কয়েকটি ফ্যাশন শোতেও অংশ নেয়। গ্রাহকসেবা ও কাস্টমাইড প্রডাক্ট তৈরির জন্যও সিরাত-এর সুখ্যাতি রয়েছে। বর্তমান সময়ে সিরাত-এর ফেসবুক পেজে ১৭ হাজারের বেশি ফলোয়ার রয়েছেন, যারা প্রতিষ্ঠানটির পণ্য ব্যবহার করছেন।
সিরাত-এর মূল লক্ষ্য, দেশীয় ডিজাইন ও কারিগরের মাধ্যমে প্রস্তুতকৃত পণ্যের ব্র্যান্ড ভ্যালু তৈরি করা। দেশীয় আবহ সৃষ্টির মাধ্যমে বিদেশি পণ্যের ভিড়ে সিরাত নিজের অবস্থান শক্তভাবেই প্রতিষ্ঠা করেছে।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিরাত এনেছে নতুন পণ্যের কালেকশন। এর নতুন পণ্য দেখার এবং বিস্তারিত জানার জন্য ভিজিট করুন তাদের ফেসবুক পেজে।
ফেসবুক:www.facebook.com/siratbangladesh
ইনস্টাগ্রাম: instagram.com/siratbd
কেয়ার লাইন: ০১৭৫৭১১৪৪৭৭
সেলফ প্রিন্টেড কালো নেটের শাড়িতে পাড়ের অলংকরণ। আঁচলে টাসেল
মডেল: সাফা
অফ হোয়াইট শাড়িতে ফ্লুরোসেন্ট কালারের ব্লক। সঙ্গে ম্যাট গোল্ডেনের স্পর্শ
মডেল: মিম
লাইল্যাক কালারের র সিল্ক শাড়িতে সিলভার কালারের ব্লকে জ্যামিতিক নকশার ফয়েল প্রিন্ট
মডেল: ইফা
সাদা আনারকলি কামিজে নীলের নকশা। ওড়নায় ওমব্রে নীলের শেড। আর তাতে কপার কালার নকশা। বটমে ম্যাচিং প্যান্ট
মডেল: আনসা
সাদা আর বেগুনি টাইডাই অলংকরণে ফ্রিলের আনারকলি। সঙ্গে সালোয়ার আর ওড়না
মডেল: ইফা
অফ হোয়াইট আংরাখাতে ব্লক। সঙ্গে এক রং সালোয়ার আর টিল কালারের ওড়না
মডেল: সাফা
রানি গোলাপি আনারকলি। তাতে ব্লকের কাজ। ওড়নাতে ব্লক আর টাসেলের বিন্যাস। সঙ্গে ম্যাচিং পায়জামা
মডেল: ইফা
মেরুনের প্রাধান্যে প্রিন্টের টপ, কাটে ভিন্নতা। গলায় কারচুপি আর টাসেল। বটমে প্যান্ট। তাতে বর্ডার
মডেল: মিম
হলুদ শিফন আনারকলি। তাতে জারদৌসি। সঙ্গে ম্যাচিং ওড়না আর পায়জামা
মডেল: মিম
ফুশিয়া কালারের আংরাখা। তাতে কমলা র সোনালি ব্লক। ওড়নায় শেডের ছোঁয়া। বটমে ওয়াইড লেগ প্যান্ট
মডেল: সাফা
টাই-ডাই কো-অর্ডিনেটেড সেট। ল্যাপেল কলারে ভারী নকশা। বটমের বর্ডারেও তাই
মডেল: আনসা
ফ্লোরাল প্রিন্টের আনারকলি। সঙ্গে ওড়না আর পায়জামা। লাইল্যাকের প্রাধান্য সেটজুড়ে
মডেল: ইফা