লেবেল অ্যালার্ট I ব্যাকেল অ্যান্ড ক্লাস্প
জেনুইন লেদার প্রোডাক্ট নিয়ে কাজ করে ব্যাকেল অ্যান্ড ক্লাস্প। বাংলাদেশি ব্র্যান্ড। ক্রেতা-বিক্রেতার সম্পর্ক আগলে রাখার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু। কাস্টমার এক্সপেরিয়েন্সকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার উদ্দেশ্যে এই নামকরণ।
ব্র্যান্ডটির প্রোডাক্ট লাইনে নারী-পুরুষ, ট্রাভেল লাভার থেকে করপোরেট—সবাইকে দেওয়া হয়েছে প্রাধান্য। দেশীয় লেদার প্রোডাক্টের বাজারে একটি বড় জায়গা দখল করে আছে লেডিস ব্যাগ। সে কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই লোকাল লেদার লেবেলের প্রোডাক্ট লিস্ট। আছে এক্সিকিউটিভ ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, ট্রাভেল ব্যাগ, ব্যাকপ্যাক আর ওয়ালেট। লেদার অ্যাকসেসরিজের লাইনে আরও আছে বেল্ট ও জুতা। পাশাপাশি পাওয়া যাবে অফিশিয়াল লেদার সাপ্লিমেন্ট কালেকশনও।
কাস্টমাইজেশনের সুযোগ রেখেছে ব্যাকেল অ্যান্ড ক্লাস্প। রেডিমেইড পণ্যের পাশাপাশি পছন্দমতো ডিজাইন বেছে নিতে পারবেন ক্রেতা। সে অনুযায়ী পণ্য তৈরি হবে। লেদারে তৈরি ওয়েডিং আইটেম, গিফট ও অফিস আইটেম তৈরি করা যাবে চাহিদা অনুযায়ী।
ব্যাকেল অ্যান্ড ক্লাস্পের সব পণ্য বাংলাদেশে তৈরি। ব্র্যান্ডটির নিজস্ব তত্ত্বাবধানে। দেশ ছাড়াও চীন ও ইউরোপ থেকে কাঁচামাল সংগ্রহ করা হয় পণ্য তৈরির জন্য। ম্যানুফ্যাকচারিং সম্পন্ন হয় নিজস্ব কারখানায়। ফলে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখছে এই ব্র্যান্ড। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মেলাতে অন্য দেশের দক্ষ প্রফেশনালদের নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে ব্যাকেল অ্যান্ড ক্লাস্প টিমের।
ব্র্যান্ডটির পণ্যমূল্য ৫০০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে। প্রতিদিন ব্যবহার উপযোগী এবং লাক্সারি প্রোডাক্ট—দুই-ই পাওয়া যাবে পণ্যতালিকায়। দেশের ক্রেতাদের চাহিদা এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনায় রেখে পণ্যমূল্য নির্ধারণ করে লেদার লেবেলটি।
দেশের ক্রেতাদের সন্তুষ্ট করতে পারলে ভবিষ্যতে বিশ্ববাজারে কাজ করার পরিকল্পনা আছে ব্যাকেল অ্যান্ড ক্লাস্পের। সুপরিচিত লেদার ব্র্যান্ডগুলোর পাশে নিজের নাম প্রতিষ্ঠার আশা নিয়ে কাজ করে যাচ্ছে ব্র্যান্ডটি। ক্রেতা সন্তুষ্টিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি কাস্টমার লয়ালিটি ধরে রাখাকে প্রাধান্য দিয়ে কাজ করে পুরো টিম। লেদার ফ্যাশনের ট্রেন্ড মেনে চলা দেশীয় এ ব্র্যান্ড তাদের পণ্যের মান নিয়েও খুব সচেতন।
ঢাকার যমুনা ফিউচার পার্কে শোরুম রয়েছে ব্যাকেল অ্যান্ড ক্লাস্পের। বসুন্ধরা সিটিতে শিগগির চালু হবে আরেকটি স্টোর। অনলাইনেও সরব এই ব্র্যান্ড। কেনাকাটা করা যাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।
ফেসবুক হ্যান্ডেল https://www.facebook.com/buckleclasp
ওয়েব প্রেজেন্স: www.buckleclasp.com
ফ্যাশন ডেস্ক
ছবি: ব্যাকেল অ্যান্ড ক্লাস্পের সৌজন্যে