আজকের রাশি I ৩ অক্টোবর
মেষ
অনুরোধের ঢেঁকি গিলতে হতে পারে আজ। তবে ঠিক করছেন মনে হয় না।
বৃষ
নির্জনতম কোনো সময়ে আজ নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন।
মিথুন
অনুমানের সঙ্গে আজ যুক্তির মিশেল চাই। তবেই সফল হবেন।
কর্কট
কারও সঙ্গে মিল খুঁজে পেয়ে বেশ চমকিত হবেন। মজা পাবেন।
সিংহ
আত্মজয় ক্ষমতার তীব্র রূপ দেখাবেন আজ। অভাবনীয়।
কন্যা
ফ্যাকাশে ভাবটা কেটে যাবে আজ। স্বস্তি পাবেন কিন্তু।
তুলা
কর্তব্য জ্ঞানের জন্য প্রশংসিত হবেন আজ। সাবাস।
বৃশ্চিক
গম্ভীর দিনটাকেও ঝলমলে করে তুলবেন, তা নিজের গুণেই।
ধনু
হালটা আপনারই ধরতে হবে। নতুবা বেশ কঠিন সময়ই আসছে তবে।
মকর
আপনার সরলতার সুযোগটি আজ কেউ নিয়ে নিতে পারে।সাবধান।
কুম্ভ
হন্যে হয়ে যা খুঁজছিলেন, তা পেতে যাচ্ছেন আজ। সুন্দর একটি দিন।
মীন
আপনার প্রত্যাশা আজ পূরণ হতে চলেছে।