আজকের রাশি I ২ অক্টোবর
মেষ
খামখেয়ালিপনায় বড় কোনো সুযোগ হাতছাড়া হতে পারে।
বৃষ
ভান করছেন কেন? কী হলো আপনার? সহজ হতে হবে আজ।
মিথুন
ভাবছেন ছিটকে পড়েছেন? মোটেও না, আপনি সঠিক পথেই আছেন।
কর্কট
আঁতকে উঠবেন না। আজ অন্য রকম চমক রয়েছে।
সিংহ
ভাবতে ভাবতে আজ অভাবনীয় কিছু খুঁজে পাবেন। চমৎকৃত হবেন।
কন্যা
স্তম্ভিত হচ্ছেন? স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন আজ।
তুলা
হৃদয় জয় করতে যাচ্ছেন। এ বিদ্যা কোথায় শিখলেন বলুন না।
বৃশ্চিক
শলাপরামর্শ সেরে কাজে হাত দিন। আজ কিন্তু মোক্ষম দিন।
ধনু
ব্যস্ততায় থাকলেও কিছু সময় দিন একান্তভাবে নিজের জন্য।
মকর
সুখ স্বপ্নটা বাস্তবে ধরা দেবে আজ। কী চমৎকার, তাই না?
কুম্ভ
নিরুদ্দেশ মনটাকে খুঁজে পাবেন। এবার লক্ষ্যটা ঠিক করুন আজ।
মীন
নিজের একান্ত বিষয় আজ কাউকে শেয়ার করবেন না কিন্তু।