আজকের রাশি I ৪ অক্টোবর
মেষ
কারও দ্বারা প্রভাবিত হবেন বেশ। ইতিবাচকভাবেই।
বৃষ
নিজের ব্যক্তিগত বিষয় সবাইকে বলতে যাবেন না। সফলতা আসছে।
মিথুন
গুছিয়ে আজ কাজ করতে হবে। নয়তো মানসিক চাপ বাড়বে।
কর্কট
শুরুরও যে শুরু আছে। আজ তা বুঝবেন। তবে চালিয়ে যান।
সিংহ
কেবল ইচ্ছা করলেই হলো। আজ সাহসী অ্যাকশন চাই কিন্তু।
কন্যা
একধরনের ফরমাল অ্যাটিচুড ধরে রাখতে হবে আজ। নিজের প্রয়োজনেই।
তুলা
কোনো একটা ঘটনা বেশ নির্ভার করবে আপনাকে। স্বস্তি মিলছে তবে।
বৃশ্চিক
লুকোচুরি বহু করেছেন। আজ কিন্তু প্রকাশ্যে আসতে হবে।
ধনু
প্রতিকূল ঘটনা আজ অনুকূলে আসবে। সহজাত কৌশলেই।
মকর
ঘটনার পরম্পরাগুলোকে জোড়া লাগাতে পারবেন আজ।
কুম্ভ
দৃঢ়তার অভাবে আজ সফল হতে সময় লাগতে পারে আজ।
মীন
দিনশেষে উৎফুল্ল ভাবই বলে দেবে কতটুকু তৃপ্তিতে দিনটা কাটলো।