আজকের রাশি I ৫ অক্টোবর
মেষ
বিশুদ্ধতম কোনো অনুভূতির ছোঁয়া পাবেন। বেশ আপ্লুত থাকবেন।
বৃষ
পরিকল্পিতভাবে কেউ আজ হেয় করে তুলতে পারে।
মিথুন
কারও সংকীর্ণতায় ক্ষুব্ধ হবেন বেশ। উদারতার পরিচয় দিন।
কর্কট
মৌলিকতার জন্য প্রশংসিত হবেন। মানসিক দৃঢ়তাও বাড়বে।
সিংহ
বেদনাবিধুর হৃদয়ের ধুলোগুলো উড়ে যাবে আজ। নতুন কিছু ঘটতে যাচ্ছে।
কন্যা
শুভ সংবাদ আসছে। সবাইকে জানাবেন না।
তুলা
কারও পরামর্শে লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে।
বৃশ্চিক
ধাক্কা খাওয়ার মতো কিছু ঘটতে পারে আজ। তবে সামলে চলতে পারবেন।
ধনু
আত্মবিশ্বাসের অভাব থাকায় ভুল-বোঝাবুঝি হতে পারে।
মকর
মেজাজের ব্যারোমিটারকে চড়তে দেবেন না। এতে মানসিক প্রশান্তি বাড়বে।
কুম্ভ
গুরুত্বহীন কাজে আজ টাকা খরচের পরিমাণ বাড়তে পারে।
মীন
আজ কাজের ক্ষেত্রে গাফিলতির অভিযোগের আঙুল আপনার দিকেই তাক করছে।