আজকের রাশি I ৬ অক্টোবর
মেষ
মাথা ঠান্ডা রাখুন। নইলে সমস্যা বাড়তে পারে।
বৃষ
জুজুতে ভুগবেন না। যা করছিলেন করুন; তবে কৌশলে।
মিথুন
প্রেমের বাধাগুলো আজ আস্তে আস্তে সরে যেতে পারে।
কর্কট
দীর্ঘশ্বাস ছাড়ছেন যে, আশা হারানোর ব্যাপারটা তো ধাতে নেই আপনার!
সিংহ
কাজের পরিকল্পনা যা করেছিলেন, তা আজ বদলাতে হতে পারে।
কন্যা
পরিবারের কাছ থেকে কিছু সমস্যা আসতে পারে।
তুলা
অপ্রত্যাশিত কোনো ঘটনায় মনটা বেশ চনমনে হয়ে উঠবে।
বৃশ্চিক
প্রেমে সফলতার জন্য আজ আপনাকে পরিশ্রম করতে হতে পারে।
ধনু
ভ্রমণের মতো মজার কি আর আছে? আজ সেই মজাটাই করতে যাচ্ছেন।
মকর
একধরনের হাহাকার ভর করবে মনটায়। তবে কেটে যাবে ধীরে ধীরে।
কুম্ভ
মন চঞ্চল থাকায় কাজে সমস্যা দেখা দিতে পারে। সাবধানতা অবলম্বন করুন।
মীন
লোভটা সংবরণ করতে হবে আজ। দিনটা তবে আপনারই।