হরাইজন
সেলিনের সামার কালেকশন ২০২৪
ফ্রেঞ্চ লাক্সারি ব্র্যান্ড সেলিন সামার কালেকশন ২০২৪ প্রকাশ করেছে সম্প্রতি। নাম দিয়েছে ‘লা কালেকশন দি বিবিলোটেক ন্যাশনাল’। ব্র্যান্ডটির হেডকোয়ার্টার্সের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে, এই সংগ্রহে আছে মডার্ন সব ওয়্যারড্রোব যেমন ব্লেজার, বোম্বার জ্যাকেট ও বাইকার জ্যাকেট। ফুটওয়্যারে মিলবে বুট। অনুষঙ্গে থাকছে ব্যাগ ও সানগ্লাস। প্রিমিয়াম অডিও ব্র্যান্ড মাস্টার অ্যান্ড ডায়নামিকের সহযোগে লেবেলটি আরও নিয়ে এসেছে এক জোড়া হেডফোন। সেখানে অ্যাম্বুস করে বসানো হয়েছে ব্র্যান্ড দুটির লোগো।
অ্যাডিডাস ও আইভি পার্কের ফাইনাল ক্যাপসুল
যৌথভাবে ক্যাপসুল কালেকশন নিয়ে এসেছে স্পোর্টস অ্যাপারেল অ্যাডিডাস এবং অ্যাথলেজার ব্র্যান্ড আইভি পার্ক। শিরোনাম, ‘আইভি পার্ক নয়ের’। সংগ্রহটির তারকামুখ সংগীতশিল্পী বিয়ন্সে। পোশাকের নকশাগুলো একই সঙ্গে বাস্তবসম্মত ও ফ্যাশন ফরোয়ার্ড। তালিকায় আছে শাইনি লেগিংস, থ্রিডি মোল্ডেড নিট সুইমওয়্যার ও জার্সি। রঙের জায়গা পুরোটাই দখল করে নিয়েছে কালো। সাইজ রেঞ্জ বেশ বড়। মিলবে এক্সট্রা স্মল থেকে থ্রি এক্সেল।
সব্যসাচী x মরগেনথাল ফ্রেডরিক
আইওয়্যার দুনিয়ার তারকা ব্র্যান্ড মরগেনথাল ফ্রেডরিকের সঙ্গে কোলাব করে সানগ্লাস এনেছে ইন্ডিয়ান ডিজাইনার ব্র্যান্ড সব্যসাচী। অনুপ্রেরণা কলকাতা। অর্থাৎ ইন্ডিয়ার ঐতিহ্যবাহী এ শহরকে মাথায় রেখে তৈরি করা হয়েছে রোদচশমা। এ কালেকশনের বিষয়ে অফিশিয়াল ঘোষণা থেকে জানা যায়, কলকাতার ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে নতুন এই সংকলনের মধ্য দিয়ে। প্রোডাক্ট তৈরিতে ব্যবহৃত সব উপাদান টেকসই ধরনের। মোট তিনটি নকশায় তৈরি। প্রতিটির পাঁচটি শেড। দুটি ব্র্যান্ডেরই অফিশিয়াল ওয়েবসাইটে আইওয়্যারগুলো পাওয়া যাবে।
ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ