আজকের রাশি I ২৫ নভেম্বর
মেষ
অবিশ্বাস্য একটি দিন। রুদ্ধশ্বাসও!
বৃষ
‘গ্রহণযোগ্য নয়’ এমন কোনো ব্যাপারকে গ্রহণ করতে যাচ্ছেন। হাউ ফানি!
মিথুন
অসঙ্গতিটা ধীরে ধীরে টের পেতে পারেন। কিছু একটা করতে হবে কিন্তু।
কর্কট
চটজলদি কিছু সিদ্ধান্ত নিতে হবে আজ। তবে যুক্তির বাইরে যাওয়া ঠিক হবে না।
সিংহ
ফুরফুরে একটা দিন কাটবে আজ। আহা, কী প্রশান্তি!
কন্যা
পিঁড়ি পেতে বসতে চাইতে পারে কেউ। আজ একটু সুযোগ তাকে দিন না।
তুলা
জটিল সমস্যার সমাধান করেছেন। আজ তা প্রয়োগ করার দিন।
বৃশ্চিক
তিলকে তাল করতে দেবেন না। জোরালো ভূমিকা রাখতে হবে নিজেকে।
ধনু
সুখের পায়রা ভিড় করছে আজ। হৃদয় প্রাঙ্গণে উথালপাতাল ঢেউ উঠতে পারে।
মকর
সারা দিন ভালোবাসার রোদ খুঁজতে থাকুন। এতে কিছুক্ষণ না হয় তাতিয়ে উঠবেন।
কুম্ভ
আপনার মহব্বতে গুড়ের মিঠাই মিশান না। তাতে তো কোনো বিপত্তি হবে না।
মীন
ভবঘুরে কিছু সময় কাটাবেন আজ। ব্যতিক্রমী অভিজ্ঞতা সঞ্চয় করবেন।