আজকের রাশি I ২৬ নভেম্বর
মেষ
আজ যে অ্যাফেয়ার আছে, তা হুট করে চেঞ্জ করবেন না যেন।
বৃষ
বিশৃংখলার কিছু সময় পার করতে পারেন আজ। ধীরলয়ে এগোন।
মিথুন
আজ যে তাকে ফিরে পাওয়ার দিন। কী আনন্দ!
কর্কট
বেশ সন্তর্পণে চলতে হবে। আজ মন ভালো হওয়ার রসদ কিছু আসছে।
সিংহ
অন্য দিনের মতো আজ দেবেন বেশি। নেবেন কিন্তু কম।
কন্যা
ছোটখাটো ব্যাপারগুলো ঝামেলার হলেও তাতে কী। আপনি কিন্তু তা এড়িয়ে চলার ওস্তাদ।
তুলা
খুব ব্যস্ত থাকছেন। তবু এর মাঝেও সময় করে নিতে হবে প্রিয়জনের জন্য।
বৃশ্চিক
বিতর্কিত কোনো ব্যাপারে সফল ভূমিকা রাখতে পারেন। কূটনৈতিক তৎপরতায় সফলও হবেন।
ধনু
অপ্রত্যাশিত ঝামেলায় পড়তে পারেন। কখন যে তা উবে যাবে।
মকর
খোলাসা হবে আজ অনেক কিছুই। টের পাচ্ছেন? নাও পেতে পারেন।
কুম্ভ
পরপর কিছু ঘটনায় চমকে উঠতে পারেন। সেরা সিদ্ধান্তটি আসবে আপনার মাথা থেকেই।
মীন
আপাতদৃষ্টিতে বেমানান মনে হতে পারে। দোনোমনায় পড়তে পারেন।