আজকের রাশি I ২৪ নভেম্বর
মেষ
কাজের অনুকূল পরিবেশ পাবেন। চনমনে থাকুন।
বৃষ
খেই হারিয়ে ফেলছেন? তাতে কী? অমনোযোগী হওয়া যাবেন কিছুতেই।
মিথুন
পরম তৃপ্তি পাবেন বন্ধুর সান্নিধ্যে। কারণটা বুঝতে পারবেন দিন শেষেই।
কর্কট
আপনি কিন্তু আজ পরিবর্তন ঘটানোর নাটের গুরু। শান্ত থাকুন।
সিংহ
তদারকির কাজ করতে হবে আজ। পারতে যে হবেই আপনাকে।
কন্যা
অন্যরা নির্বিকার থাকলেও আপনি নিশ্চিন্ত থাকুন। ফল পাবেন হাতে হাতে।
তুলা
হাপুস নয়নে কেউ কাঁদলেই গলে যাবেন না। এর সত্যতা যাচাই করুন।
বৃশ্চিক
বিদ্যাবুদ্ধির উপকার হবে এমন কিছু করতে যাচ্ছেন। শাবাশ!
ধনু
প্রবল আবেগ এসে ভর করবে আজ। কারণটা যে আপনার জানা।
মকর
দুর্লভ কোনো কিছুর দেখা পাবেন। এ কারণে কিছু সময় দারুণ উপভোগ করবেন।
কুম্ভ
শুষ্ক দিনটাকেও টসটসে রসালো করতে যাচ্ছেন। কী যে অদ্ভুত ক্ষমতা আপনার!
মীন
হিজিবিজি মনে হলেও ব্যাপারটার একটা মানে দাঁড়াবে। দেখুন না, তা বের করা যায় কি না।