পোর্টফোলিও I সোলাস্তা
শিহরিছে শীতের আলো
মিষ্টি রোদের আমেজ মাখা আয়েশি এ দিনগুলো যেন স্টাইল করার সেরা সময়। কাট, ডিজাইন, প্যাটার্নে থাকুক প্রাচ্য আর পাশ্চাত্যের মেলবন্ধন। পোশাক ছড়াক আদুরে ওম আর খুশির ছোঁয়া। এমনই কিছু এক্সক্লুসিভ উইন্টার ফ্যাশন অ্যাটায়ার নিয়ে এবারের লুকবুক
মেকওভার: পারসোনা
ফ্যাসিলিটেটর: নুসরাত শ্রাবণী
লোকেশন: লো মেরিডিয়ান
ছবি: কৌশিক ইকবাল
সোলাস্তা
সোলাস্তা দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মডেল গ্রুপের একটি সহ-প্রতিষ্ঠান। সোলাস্তা নামের অর্থ উজ্জ্বলতা কিংবা আলোকিত। ২০২০ সাল থেকে ফ্যাশন-সচেতন সকল বয়সীদের জন্য আধুনিক ও রুচিসম্মত ডিজাইনের পোশাক তৈরি করে ক্রেতাদের মনে শীর্ষ স্থান দখলের প্রচেষ্টা নিয়ে যাত্রা শুরু করে সোলাস্তা। ডিজাইনে তারুণ্যের অগ্রাধিকার রয়েছে ব্র্যান্ডটিতে; তাই নামের সঙ্গে মিল রেখেই দ্রুততার সঙ্গে দেশীয় ফ্যাশন মার্কেটে ফ্যাশন ট্রেন্ড আইকন হিসেবে আলোকিত হয়ে ওঠার প্রত্যাশা সোলাস্তার। ব্র্যান্ডটির বর্তমানে নারায়ণগঞ্জসহ ঢাকায় মোট ২টি আউটলেট রয়েছে এবং ফ্যাশনপ্রেমীদের চাহিদার ভিত্তিতে খুব শিগগির আরও ২টি আউটলেট যাত্রা শুরু করতে যাচ্ছে ঢাকায়। সোলাস্তার নিত্যনতুন পোশাকসামগ্রী আউটলেট ছাড়াও ঘরে বসেই খুব সহজে অনলাইনে অর্ডার করতে পারবেন ক্রেতারা। এ ছাড়া সকল পণ্যের আপডেট পেতে সোলাস্তার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ ভিজিট করতে পারেন।
শাখা: গাউসিয়া টুইনপিক, ধানমন্ডি ৯/এ, ঢাকা।
পোর্টডান্ডি ২০৭/৫, বিবি রোড, চাষাঢ়া, নারায়ণগঞ্জ।
ফেসবুক: solastabd
ইনস্টাগ্রাম: solastabd
কেয়ার লাইন: ০১৭০৮৪৮৮৩৬০
মডেল: তর্ষা, তাজরিয়ান, নাহিদ খান, আনসা, জামি, আকাশ ও যশ মির্জা