পোর্টফোলিও I চতুষ্টয় চমক
গতানুগতিক সাজপোশাক থেকে ছকভাঙা স্টেটমেন্ট—নারীত্বের সহজাত স্বাতন্ত্র্যকে নানা আঙ্গিকে আবিষ্কারের নেশায় মত্ত এ ডিজাইনাররা। প্রত্যেকেই সপ্রতিভ তাদের সৃষ্টিতে। প্রশংসিত সাধারণ ফ্যাশন-সচেতন থেকে গোটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। অনুসরণ করে এক জায়গায় আটকে থাকতে নারাজ যারা; বরং ট্রেন্ড তৈরিতে একধাপ এগিয়ে তাদের ওয়্যারড্রোবের জন্য মাস্ট হ্যাভ এসব পোশাক। গ্রেসফুল, এলিগেন্ট
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল
ফারাহ আনজুম বারী
ক্রাশড মসলিন আর প্রিন্টেড সিল্কে তৈরি শাড়ি। সঙ্গে মানানসই ব্লাউজ
মডেল: সুনেরাহ্
চন্দনা দেওয়ান
ম্যান্ডারিন কলারের সাইড বাটন দেওয়া শর্ট খাদি কুর্তি আর হারেম প্যান্টের কো-অর্ড সেট
মডেল: মিয়াম
সবুজ আঁচলের ফুশিয়া পিঙ্ক শাড়িতে প্যাচওয়ার্ক পাড়
মডেল: প্রজ্ঞা
কুহু প্লামন্দন
অফ হোয়াইট কোটা শাড়ির জমিনে পোলকা আর ফ্লোরাল প্রিন্ট। সঙ্গে মানানসই ব্লাউজ
মডেল: সারাহ্ আলম
প্রজাপতি প্রিন্টের অফ হোয়াইট কুর্তি। সঙ্গে মানানসই বটম
মডেল: আয়েশা মারজানা
রত্না গুলজার
ফ্লোরাল কো-অর্ড সেটের বর্ডারজুড়ে স্টোনের এমবেলিশমেন্ট
মডেল: প্রজ্ঞা
ফ্লোরাল কো-অর্ড সেট। বর্ডার ও জমিনে স্টোন আর পার্লের এমবেলিশমেন্ট
মডেল: মিয়াম