অ্যাডভার্টোরিয়াল I আড়ং আর্থ-এর অ্যালোভেরা সুদিং জেল ও কফি স্ক্রাব
ত্বকযত্নে দারুণ কার্যকর দুটি পণ্য নিয়ে এসেছে আড়ং আর্থ। একটি অ্যালোভেরা সুদিং জেল, অপরটি কফি স্ক্রাব। প্রথমটির ব্যবহার ত্বক মসৃণ করে, ত্বকে আর্দ্রতা জোগায় এবং নমনীয়তা বাড়ায়। দ্বিতীয়টি ত্বকের মৃত কোষ দূর এবং অকালবার্ধক্য রোধ করে।
অ্যালোভেরা সুদিং জেল
অ্যালোভেরা সুদিং জেল-এর ময়শ্চারাইজিং বৈশিষ্ট্য ত্বক মসৃণ করতে সাহায্য করে এবং ত্বকে শীতল সতেজ অনুভূতি এনে দেয়। এটি ত্বকের নমনীয়তা বাড়াতে এবং শুষ্কতা কমাতে সাহায্য করে। ত্বকের পাশাপাশি চুলের যত্নেও অ্যালোভেরা সুদিং জেল ব্যবহার করা যেতে পারে।
ব্যবহারবিধি
ত্বকের যত্নে: পরিষ্কার ত্বকে অল্প পরিমাণে সুদিং জেল নিয়ে আলতোভাবে মাসাজ করুন শুষে নেওয়া পর্যন্ত।
চুলের যত্নে: বাড়তি শাইন এবং হাইড্রেশনের জন্য হালকা ভেজা চুলে সুদিং জেল লাগিয়ে রেখে দিন। অথবা কন্ডিশনিং ট্রিটমেন্ট হিসেবে ব্যবহারের জন্য পরিমিত পরিমাণে সুদিং জেল ভেজা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে কয়েক মিনিট পরে ধুয়ে ফেলুন।
সর্বোচ্চ কার্যকারিতার জন্য প্রতিদিন ব্যবহার করুন।
কফি স্ক্রাব
অলিভ অয়েল সমৃদ্ধ কফি স্ক্রাব ত্বকের জন্য চমৎকার, যা মুখ ও শরীর—উভয়ের জন্য বিশেষ উপযোগী। এটি ত্বকের বন্ধ লোমকূপ পরিষ্কার এবং মৃত কোষ দূরীকরণে সাহায্য করে; ত্বকে এনে দেয় স্বাস্থ্যকর উজ্জ্বলতা। সেই সঙ্গে কফি স্ক্রাব ত্বকের শুষ্কতা কমায় এবং অ্যান্টি-এজিং হিসেবেও কাজ করে।
ব্যবহারবিধি
অল্প পরিমাণে হাতে নিয়ে, ত্বকে আলতো করে মাসাজ করুন।
ত্বকের শুষ্ক ও রুক্ষ জায়গায় তেল শুষে নেওয়া পর্যন্ত অপেক্ষা করুন, তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন।
বিউটি ডেস্ক
ছবি: আড়ং আর্থ-এর সৌজন্যে