হরাইজন
গেজের জর্জিনা গার্লফ্রেন্ড শ্যাচেল
লাক্সারি ব্র্যান্ড গেজের ফল কালেকশনের হ্যান্ডব্যাগ এসেছে বাজারে। স্টাইল সেই ক্ল্যাসিক শ্যাচেল। হ্যান্ডেল টপে। আবার জিপ ওপেনিংও রাখা হয়েছে ওপরের দিকে। ফো লেদার ব্যবহারে তৈরি। পুরোটা জুড়ে পাইথন এম্বোসমেন্ট। শোল্ডার স্ট্র্যাপ চাইলে খুলে রাখা যাবে। আবার কাঁধেও ঝোলানো যায়। ব্রোঞ্জ মেটাল হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। ত্রিভুজাকৃতি লোগো বসানো হয়েছে ব্যাগের সামনের দিকে। উজ্জ্বল রঙের ব্যবহারে সংকলনটি হয়ে উঠেছে আনকোরা। অ্যাকুয়াটিক ব্লু, ব্ল্যাক, আইভরি, এসপ্রেসো ব্রাউন, লাইট গ্রিন, স্লিক রেড এর মধ্যে উল্লেখযোগ্য।
দ্য মাসাবা ব্রাইড ২০২৪
নতুন ব্রাইডাল কালেকশনের পর্দা তুলেছেন ইন্ডিয়ান ডিজাইনার মাসাবা গুপ্তা। নস্টালজিয়ার সুগন্ধি মাখা এক সংগ্রহ। অতীতের অনুপ্রেরণায় এই পোশাকগুলো নকশা করেছেন। ভারতীয় উপমহাদেশে একসময় কনে সাজত পরিবারের ঐতিহ্যবাহী পোশাক আর গয়নায়। বংশপরম্পরায় পাওয়া সেসব উপহারে মিশে থাকত মায়া আর ভালোবাসা। যেন বিয়ের আয়োজনে পরম্পরা ধরে রাখা, পারিবারিক বন্ধন আরও দৃঢ় করে তোলার ইচ্ছা। রং, নকশা—উভয়েই ঐতিহ্যের ছাপ। নামকরণেও মিলেছে সেই সম্পৃক্ততা। যেমন মিষ্টি দই, আনজির পাক, রাবড়ি, নীলবাহার, রুহ্ আফজা, শন পাটিসা, বম্বে বরফি, আম পান্নাহ ইত্যাদি।
ডিজনি স্টোরে ভেরা ওয়াং ব্রাইডাল ইয়ার হেডব্যান্ড
২১ অক্টোবর থেকে ডিজনি স্টোরে পাওয়া যাচ্ছে ফ্যাশন ডিজাইনার ভেরা ওয়াংয়ের নকশা করা হেডব্যান্ড। লম্বা একটি ভেইল সংযুক্ত করা আছে ব্যান্ডটির সঙ্গে। ক্রিস্টাল আর ফুলে সম্পন্ন হয়েছে অলংকরণ। সিগ্ধ সাদা ফুলে সাজানো হয়েছে ব্যান্ডের সামনের অংশ। সেখান থেকে ভেইলের অংশে ছড়িয়ে পড়েছে ফুলগুলো। যেন দলছুট সাদা ফুলের ওড়না। হেড ব্যান্ডের পুরোটা জুড়ে রুপালি রঙা ক্রিস্টাল দ্যুতিময় হয়ে জ্বলজ্বলে। ঠিক মাঝামাঝি বসানো হয়েছে একটি বো। এটি তৈরিতে স্বচ্ছ ফ্যাব্রিক ব্যবহৃত হয়েছে। এই লাক্সারি হেড ব্যান্ডের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ মার্কিন ডলার।
ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ