skip to Main Content

ক্র্যাশ কোর্স : সুরক্ষায় সুন্দর

মুখ ভর্তি করে মেকআপ মাখার পর মনে পড়ল, পোশাকটাই তো পাল্টানো হয়নি। এমন ভুলোমনা মানুষদের কথা ভুলে যাননি মেকআপ এক্সপার্টরা। প্রমাণ এই হ্যাকে


 সাইডে জিপার দেওয়া বড় একটা ব্যাগ নিতে হবে। মাথা থেকে সামান্য বড় হলেই চলবে। ম্যাশ ম্যাটেরিয়ালে তৈরি হলে সবচেয়ে ভালো
 ব্যাগের যেকোনো একটা পাশ কেটে নিতে হবে, যেন মাথাটা অনায়াসে সেদিক দিয়ে ঢুকে যেতে পারে
 কাটা অংশ দিয়ে মাথা গলিয়ে নিতে হবে ব্যাগটা। জিপার আটকে দিতে হবে
 এর ওপর দিয়ে পছন্দসই পোশাক পরে নিয়ে, জিপার খুলে বের করে নিতে হবে মাথা
 এতে করে মেকআপ থাকবে অক্ষুণ্ন। পোশাকেও মেকআপ মাখবে না

 বিউটি ডেস্ক
মডেল: নাজাহ নোয়ার
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top