skip to Main Content

অ্যাডভার্টোরিয়াল I শতভাগ অর্গানিক হারবাল ইনফিউশন প্রকৃতির বিশুদ্ধতা স্বাস্থ্যের নতুন মাত্রা

আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের একমাত্র শতভাগ অর্গানিক চা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত কাজী অ্যান্ড কাজী টি। অর্গানিক উপায়ে প্রাকৃতিক সব উপাদানের সমন্বয়ে এই ব্র্যান্ড বাজারে এনেছে বৈচিত্র্যময় হারবাল ইনফিউশন চা। এগুলোর মধ্যে রয়েছে ক্যামোমাইল টি, মোরিঙ্গা হারবাল ইনফিউশন টি, স্লিপি টি, মাসালা টি, জিঞ্জার টি, তুলসী টি, টারমারিক ইনফিউশন এবং লেমনগ্রাস হারবাল ইনফিউশন। রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানো, মানসিক প্রশান্তি আনা এবং সুস্থ জীবনযাত্রায় সহায়ক এসব অর্গানিক চা। তারই ধারাবাহিকতায় কাজী অ্যান্ড কাজী টি নিয়ে এসেছে নতুন তিনটি হারবাল ইনফিউশন চা। এ প্রসঙ্গে আলাপকালে কাজী অ্যান্ড কাজী টি-এর জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) এস এম এম ইব্রাহিম মাহমুদ বলেন, ‘প্রাকৃতিক উপাদানের বিশুদ্ধতায়, হারবাল ইনফিউশনের এক নতুন অভিজ্ঞতা।’ এ প্রসঙ্গে আমরা তার কাছে আরও জানতে চেয়েছিলাম:
প্রশ্ন: কাজী অ্যান্ড কাজী টি কেন এই নতুন হারবাল ইনফিউশন চা বাজারে নিয়ে এসেছে?
উত্তর: এখন মানুষ আগের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যসচেতন। আমাদের গ্রাহকেরা স্বাস্থ্যকর ও প্রাকৃতিক পানীয়ের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। সেই চাহিদার কথা মাথায় রেখে আমরা সম্পূর্ণ অর্গানিক উপাদানে তৈরি ক্যামোমাইল, মোরিঙ্গা ও স্লিপি টি এনেছি; যা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।
প্রশ্ন: কার কার জন্য উপযুক্ত এই নতুন তিনটি হারবাল ইনফিউশন চা?
উত্তর: যারা স্ট্রেস কমাতে, ভালো ঘুম নিশ্চিতে, ওজন নিয়ন্ত্রণ করতে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে চান, তাদের জন্য এই চাগুলো অত্যন্ত উপকারী। সর্বোপরি যারা স্বাস্থ্যসচেতন, তাদের জন্যই আমাদের এই সমস্ত অর্গানিক চায়ের আয়োজন।
প্রশ্ন: কীভাবে পান করা উচিত?
উত্তর: খুব সহজ, উষ্ণ পানি দিয়ে ৩-৫ মিনিটের জন্য টি ব্যাগ চুবিয়ে রাখলেই আপনি উপভোগ করতে পারবেন খাঁটি স্বাদের হারবাল ইনফিউশন। তবে স্বাদ বৃদ্ধির জন্য এর সঙ্গে মধু মিশিয়েও পান করতে পারেন।
প্রশ্ন: নতুন হারবাল ইনফিউশন চাগুলো অন্য সাধারণ চায়ের চেয়ে কীভাবে আলাদা?
উত্তর: সাধারণ চায়ে আর্টিফিশিয়াল ফ্লেভার ব্যবহার করা হলেও আমাদের এই হারবাল ইনফিউশন চায়ে অর্গানিক বাগানে উৎপাদিত ১০০% অর্গানিক উপাদান ব্যবহার করা হয়েছে, যা শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যকর।
প্রশ্ন: কাজী অ্যান্ড কাজী টি পরিবেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য কী পদক্ষেপ নিয়েছে?
উত্তর: আমাদের টি এস্টেটে সম্পূর্ণ পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা অনুসরণ করা হয়। আমরা কোনো কৃত্রিম রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করি না; বরং প্রাকৃতিক উপাদান দিয়ে চা উৎপাদন করি।
কাজী অ্যান্ড কাজী টি স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব চায়ের মাধ্যমে বিশ্বব্যাপী চাপ্রেমীদের মন জয় করে চলেছে। ব্র্যান্ডটির নতুন হারবাল ইনফিউশন চা পান করে আপনিও উপভোগ করতে পারেন এক নতুন অভিজ্ঞতা।

লেখা ও ছবি: কাজী অ্যান্ড কাজী টি-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top