skip to Main Content

পোর্টফোলিও I লিরা

এমব্রেস ন্যাচার’স এসেন্স স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে লিরা কসমেটিকস। অর্গানিক ও হ্যান্ডমেইড প্রোডাক্টের মাধ্যমে প্রাকৃতিক উপাদানে ত্বকের যত্ন নিশ্চিত করাই এই ব্র্যান্ডের মূল উদ্দেশ্য।
প্রোডাক্ট লাইনে রয়েছে ৭ ধরনের হ্যান্ডমেইড বাথিং বার, কাস্টম মেইড হ্যান্ডমেইড বার ও শ্যাম্পু—সবই অর্গানিক ও প্রাকৃতিক উপাদানে তৈরি। এ ছাড়া রয়েছে জাস্ট হার্ব ট্যাগ লাইনের হারবাল শ্যাম্পু, তেল, এক্সট্রা ভার্জিন নারকেল তেল, অলিভ অয়েল এবং হেয়ার প্যাক।
নিম, অলিভ অয়েল, চন্দন, মধু, মুলতানি মাটি, শিকাকাই, ল্যাভেন্ডার অয়েল, হলুদ, চারকোল, জাফরান এবং লেবুর মতো প্রাকৃতিক উপাদানে তৈরি এই প্রোডাক্টগুলো কেমিক্যালমুক্ত এবং ত্বক ও চুলের জন্য নিরাপদ। প্রোডাক্টগুলোর প্রাইজ রেঞ্জ ৪০০ থেকে ১,০০০ টাকা।
লিরা কসমেটিকস প্রকৃতির খাঁটি নির্যাসে তৈরি। ত্বক ও চুলের অর্গানিক যত্নে আদর্শ সঙ্গী!
ওয়েবসাইট: https://liracosmetics.com
ফেসবুক: https://lira cosmetics.com
ইনস্টাগ্রাম: https://www.instagram.com/lira.bd
কেয়ার লাইন: 01770 70 35 85

মডেল: আনসা
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top