বুলেটিন
লুই ভিতোঁর মেকআপ ব্র্যান্ড
লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁ সম্প্রতি পা রেখেছে প্রসাধন দুনিয়ায়। অটাম কালেকশনে ব্র্যান্ডটি কালার কসমেটিকসের নতুন এই লাইন বাজারে নিয়ে আসে। সঙ্গে আছেন ব্রিটিশ মেকআপ আর্টিস্ট প্যাট ম্যাগগ্রেথ। লুই ভিতোঁয় কাজ করবেন ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে। বিউটি ব্র্যান্ডটির নাম রাখা হয়েছে লা বোতে লুই ভিতোঁ। আগে থেকেই এই ব্র্যান্ড সুগন্ধি নিয়ে কাজ করছে। প্রোডাক্ট লাইন বিষয়ে এখনো কোনো অফিশিয়াল তথ্য পাওয়া যায়নি। ওমেন্স ওয়্যার ডেইলির বরাতে জানা যায়, ৫৫টি লিপস্টিক, ১০টি লিপবাম এবং ৮ ধরনের আইশ্যাডো প্যালেট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আই অনলি ওয়্যার ম্যাক
জনপ্রিয় কসমেটিক ব্র্যান্ড ম্যাক আয়োজন করেছে একটি অভিনব ক্যাম্পেইন। সেখানে সঙ্গী হয়েছিলেন মার্থা স্টুয়ার্ড। তিনি একজন মার্কিন আইকন। মাস্টারশেফ এবং হোম মেকিংয়ে সিদ্ধহস্ত। ম্যাকের ‘আই অনলি ওয়্যার ম্যাক’ ক্যাম্পেইনে মেকআপের অতিরঞ্জন বিসর্জন দিয়ে হাজির হয়েছিলেন তিনি। ব্যবহার করেছিলেন ম্যাকের নুড লিপ শেড। প্রচারণার ছবিতে এই চিরসবুজ তারকাকে দেখা যায় পেইল পিংক শেড রোব পরিহিত অবস্থায়। আর তার ঠিক সামনে আছে ম্যাকের নুড লিপস্টিক। আত্মবিশ্বাসে স্নিগ্ধ এই তারকা। ব্যতিক্রমধর্মী এই ক্যাম্পেইন এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে।
নিকোলা কফল্যান x নিউট্রোজেনা
নেটফ্লিক্স সিরিজ ব্রিজেটন খ্যাত তারকা নিকোলা কফল্যান যুক্ত হয়েছেন নিউট্রোজেনার সঙ্গে। অ্যাফোরডেবল বিউটি ব্র্যান্ডটির হয়ে অংশ নিয়েছেন বিভিন্ন ক্যাম্পেইনে। অনলাইন নিউজ পোর্টাল এভোকের বরাতে জানা যায়, নিকোলার ত্বক তারুণ্যদীপ্ত। আর্দ্রতাও যথাযথ। এই তারকার আরও একটি পরিচয়, তিনি ত্বকযত্নে বেশ আগ্রহী। এরই মধ্যে তাকে দেখা গেছে ব্র্যান্ডটির হাইড্রো বুস্ট ওয়াটার জেল নিয়ে প্রচারণায়। এই পণ্যে উপস্থিত আছে হায়ালুরনিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড এবং ইলেকট্রোলাইট। লাইট ওয়েট ফর্মুলার কারণে ত্বক বাহাত্তর ঘণ্টা সিক্ত রাখতে সক্ষম।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ