বিউটি বক্স
হিরো কসমেটিকসের অ্যাকনে ক্লিয়ারিং জেল পেন
সাউথ কোরিয়ান ব্র্যান্ড হিরো কসমেটিকসের ব্যানারে এসেছে অ্যাকনে ক্লিয়ারিং জেল পেন। পিম্পলের সমস্যায় জর্জরিত যারা, তাদের জন্য এটি হতে পারে উপযুক্ত সমাধান। ব্যবহার বেশ সহজ। মাত্র একটি ক্লিক করে পিম্পলের বিরুদ্ধে গড়ে তোলা যাবে প্রতিরোধ। এতে রয়েছে ত্বক আর্দ্র রাখার গুণ, যা তৈরি হয়েছে অ্যালোভেরা সমৃদ্ধ জেল সেরাম ব্যবহারে। ত্বকে তৈরি হওয়া পিম্পল ভ্যানিশ করতে সক্ষম এটি। হাতের স্পর্শ দরকার হয় না বলে ইনফেকশনের আশঙ্কা কমে। তিন হাজার টাকার বিনিময়ে কেনা যাবে।
জর্জিও আরমানির সুগন্ধি ইনটেন্স
ফুলের সুগন্ধকে প্রাধান্য দিয়ে তৈরি সুগন্ধি ইনটেন্স বাজারে এনেছে জর্জিও আরমানি। ভ্যানিলা ফ্লোরাল ফ্যামিলির ফ্র্যাগরেন্স এটি। এতে আরও উপস্থিত আছে উডি ফ্লেভার। ব্যবহৃত প্রতিটি উপাদান যত্ন নিয়ে সংগ্রহ করা হয়েছে। টপ নোট মিসরের কমলা থেকে নেওয়া; যা হ্যান্ড পিক করা হয়েছে যত্নসহকারে। হার্ট নোটে ভারতীয় টিউব রোজ। বেইস নোটে ক্যালেডোনিয়ার চন্দনের সুবাস। মাদাগাস্কারের ভ্যানিলার উপস্থিতি আছে। এই উপাদান ব্যবহারের পেছনে আছে বিশেষ একটি উদ্দেশ্য। মাদাগাস্কারের নাগরিকদের সাহায্যের জন্য এটি করা হয়েছে। ফ্লোরাল সিগনেচারের এই সুগন্ধি নারীদের জন্য তৈরি। দীর্ঘ সময় টিকে থাকে। কেনা যাবে প্রায় দশ হাজার টাকায়।
আমিকার হাইড্রো রাশ ইনটেন্স ময়শ্চারাইজার শ্যাম্পু
লাক্সারি হেয়ার কেয়ার ব্র্যান্ড আমিকার নতুন প্রোডাক্ট। সব ধরনের চুলে ব্যবহার উপযোগী। এতে হাইড্রেটিং ফর্মুলার উপস্থিতি আছে। ৭২ ঘণ্টা অবধি চুলের আর্দ্রতা ধরে রাখে। সমুদ্র থেকে প্রাপ্ত বেশ কিছু উপাদান ব্যবহার করা হয়েছে। যেমন সামুদ্রিক গুল্ম ও শেওলা। কৃত্রিম রং অথবা কেরাটিন ট্রিটমেন্ট করা চুলের জন্যও ক্ষতিকর নয়। চুলের ভঙ্গুরতা কমায়। চুল সোজা রাখতে ভূমিকা রাখে। প্যারাবেন, ফ্যাটালেট, সিলিকন ও সালফেটের ব্যবহার হয়নি। তাই ক্ষতিকর নয়। ভেগান শ্যাম্পু। দাম পড়বে প্রায় পাঁচ হাজার টাকা।
রেয়ার বিউটির জেল আইলাইনার
আমেরিকান কসমেটিক কোম্পানি রেয়ার বিউটির নতুন আই মেকআপ প্রোডাক্ট জেল আইলাইনার এসেছে বাজারে। ইজি টু ইউজ। পানিনিরোধক হওয়ায় দীর্ঘ সময় ব্যবহার করা যাবে। টিকে থাকবে সারা দিন। তৈরির ফর্মুলা রিচ ও স্মুথ। তাই ত্বকে খুব সহজে মিশে যাওয়ার ক্ষমতাসম্পন্ন। ব্যবহারে আই মেকআপ ন্যাচারাল হয়। স্মাজি ও স্মোকি আই লুকের জন্য উপযোগী। ভেগান পণ্য। ক্রুয়েলটি ফ্রি। বিল্ট ইন শার্পনারের কারণে প্রয়োজনে সহজে শার্প করে নেওয়া সম্ভব। মূল্য তিন হাজার টাকা।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ