ফিচার I শিলুয়েট অব দ্য সিজন
সালোয়ার। সনাতন এবং সুদীর্ঘ সময় ধরে ট্রেন্ডে টিকে থাকা পোশাক। মাঝে আবেদন হারিয়ে ফেললেও ফিরছে ফ্যাশনে। স্পষ্ট হয়ে। নতুন টার্ন এবং টুইস্ট নিয়ে
গেল কয় বছর বটমের বাহারি বৈচিত্র্য রাজত্ব করেছে বিশ্ব ফ্যাশনে। স্কার্ট, সিগারেট প্যান্ট, শারারা, লেগিংস, চুড়িদার আর হারেমের দাপটে হারিয়েই গিয়েছিল সাদামাটা সনাতন স্টাইলের সালোয়ার। কিন্তু অত পুরোনো প্রচলিত পোশাকের সমূল উৎপাটন কি সোজা! বরং সিজনের সেরা শিলুয়েটের স্থান দখলের জন্য প্রস্তুত পায়ে পরার এ জামা। জোর প্রস্তুতি চলছে ডিজাইনারদের ডেরাতেও। এ ক্ষেত্রে পাকিস্তানের ফ্যাশন ইন্ডাস্ট্রিই সবচেয়ে সরব। সানা ইয়াসির, নিদা আজওয়ের, মিশাল লাখানি, ফারাহ তালিব আজিজ, সায়রা শাকিরা আর জারা শাহজাহানের মতো শীর্ষস্থানীয় পাকিস্তানি ডিজাইনাররা তৈরি করেছেন সালোয়ার। আসছে ঈদে তাঁদের ব্র্যান্ডের জন্য। লাক্সারিয়াস এসব কালেকশনের বেশির ভাগ পোশাকের বটম হিসেবে প্রাধান্য পেয়েছে সালোয়ার। প্যাটার্নের অতিরিক্ত আড়ম্বর এড়িয়ে সাদামাটা কাটের শিলুয়েটই নজর কেড়েছে নকশায়। তবে পরীক্ষামূলক মোচড়ও রয়েছে কারও কারও ডিজাইনে। টিউলিপ কাট সালোয়ার তৈরি করেছেন ডিজাইনার সানা ইয়াসির, তাঁর ব্র্যান্ড সাফিউস-এর জন্য। পেটাল সালোয়ার হিসেবেও যা পরিচিত অনেকের কাছে। ‘কোন’ শেপের সালোয়ারটি দেখতে যেমন ট্রেন্ডি, স্টাইল স্টেটমেন্ট তৈরিতেও অসাধারণ। সিল্ক, শিফন কিংবা সুতি- যেকোনো কাপড়েই তৈরি করে নেওয়া যায় এগুলো। প্রিন্ট কিংবা প্লেন- ফ্যাব্রিকের বিভিন্নতায় ডিজাইনেও আসে বৈচিত্র্য। বিড, এম্ব্রয়ডারির এমবেলিশমেন্টও দারুণ দেখায় টিউলিপ সালোয়ারে। র্যাপ আর লেয়ার স্টাইলের টিউলিপ সালোয়ার তৈরি করছেন ডিজাইনাররা। যাতে সালোয়ারের মূল অংশের সঙ্গে জুড়ে দেওয়া হয় আলাদা কাপড়। এতে লেয়ার তৈরি হয় সালোয়ারে। স্কার্ট স্টাইল টিউলিপ সালোয়ারগুলো দেখতে আরও দারুণ। সামনে থেকে সালোয়ারের মতো দেখালেও পেছন থেকে মনে হয় পুরোদস্তুর স্কার্ট। যারা শর্ট শার্ট বা কামিজ পরতে পছন্দ করেন, তারা এর সঙ্গে অনায়াসে পরে নিতে পারেন টিউলিপ স্টাইলের সালোয়ার। খুব বেশি ঢিলেঢালার বদলে খানিকটা চাপা ধরনের সালোয়ারে স্বচ্ছন্দ হলে বেছে নেয়া যায় আফগানি স্টাইল। স্ট্রেইট প্লিটের সাধারণ সালোয়ারের মতো দেখালেও পার্থক্যটা বোঝা যায় পায়ের নিচের দিকটা দেখলে। বড় কাফ জুড়ে দেওয়া হয় এই অংশে। শর্ট কুর্তার সঙ্গে দারুণ মানিয়ে যায় এগুলো। তবে লং শার্ট বা কুর্তা পরলে এর রঙের সঙ্গে মানিয়ে ঢিলেঢালা সনাতন স্টাইলের সালোয়ারই দেবে আল্টিমেট রিল্যাক্সড চিক লুক।
জাহেরা শিরীন
ছবি: ইন্টারনেট