পোর্টফোলিও I ডিকোড ডেকেড
ফ্যাশন রুলবুক অনুযায়ী প্রতি দশকে আসে বড়সড় পরিবর্তন। ১৯৮৫ থেকে ২০২৫—এই চল্লিশ বছরে তিনটি প্রজন্ম ভেবেছে ফ্যাশন নিয়ে। ম্যাক্সিমালিজম থেকে মিনিমালিজম যাপন শেষে আবার দেখা যাচ্ছে ম্যাক্সি ম্যাজিক
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: ক্যানভাস
ছবি: কৌশিক ইকবাল
১৯৮৫
পাওয়ার ড্রেসিং আর অ্যাকসেসরিজ রাজত্ব করেছে জমিয়ে। কালার প্যালেটের নিয়ন রঙের ব্যবহার। লোগো ছিল ফোকাস পয়েন্টে। প্রিন্সেস ডায়ানা আর ম্যাডোনা ছিলেন ফ্যাশন আইকন
মডেল: আনসা ও ফাবলিহা
১৯৯৫
ওয়াই টু কে অ্যান্ড গ্লামের সময়। ব্যাগি থেকে লো রাইজ জিনস—দুয়ের শুরু এখানেই। স্লিপ ড্রেস ছড়িয়েছে মাদকতা। অ্যান্টিফ্যাশন কালচারও আসে এ সময়ে। টেক বুম হয় শেষ অংশে। এসেই বাজিমাত
মডেল: ফাবলিহা
২০০৫
অ্যাথলেজার, ওভারসাইজড সিলুয়েট আর মিনিমালিস্ট স্নিকারের আমল। প্রযুক্তির কল্যাণে বিশ্ব ফ্যাশন তখন সবার জানা। সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে পরিচয়ে গ্লোবাল ফ্যাশনে গতির সঞ্চারণ
মডেল: সিনথিয়া
২০১৫
রিসাইকেলড ফ্যাশন, কটেজ কোর, ওয়াই টু কে রিভাইভালের মতো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ইউনিসেক্স ফ্যাশনের সঙ্গে পরিচয়
মডেল: আনসা ও সিনথিয়া
২০২৫
ম্যাক্সিমালিজমের প্রত্যাবর্তন। ধরণীর প্রতি ভালোবাসা। ফ্যাশন কোরের উত্থান। জেনারেশন জেডের ফ্যাশন সেন্সে টালমাটাল মিলেনিয়াল ফ্যাশনের মিথ
মডেল: বুশরা ও রিয়াসাত
