সঙ্গানুষঙ্গ I স্টাড স্টোরি
বছরকার আইকনিক রানওয়ে কালেকশন থেকে হাই স্ট্রিট স্টাইল- সবেতেই এর দাপট। স্টেটমেন্ট জিনস, রক অ্যান্ড রোল বেল্ট আর কুল গার্ল ভাইব দেওয়া ব্যাগে এর উপস্থিতি জানান দিচ্ছে ‘সাইজ ডাজ নট ম্যাটার, বাট স্পার্কল অলওয়েজ ডাজ’
ফ্যাশন দুনিয়ায় ট্রেন্ডের আগমন ও বিদায় এক চলমান প্রক্রিয়া। কিছু স্টাইল এমনভাবে ফিরে আসে, তাদের নতুন রূপ দেখে মুগ্ধ হতে হয়। তেমনই এক আকস্মিক অথচ আকর্ষণীয় প্রত্যাবর্তন- ‘স্টাড’। একসময় যা ছিল কেবলই পাংক বা গ্রাঞ্জ স্টাইলের প্রতীক, ২০২৫-এ এসে তা ‘ইট গার্ল’দের অন্যতম পছন্দের অনুষঙ্গ হয়ে উঠেছে। এই ধাতব অলংকরণ জায়গা করে নিয়েছে ব্যাগ, জুতা ও বেল্টে। ফ্যাশনিস্তাদের মাঝে তৈরি করেছে নতুন উন্মাদনা।
স্টাডের যাত্রা
ইতিহাস বেশ চমকপ্রদ। স্টাইল স্টেটমেন্ট হিসেবে নয়; বরং কার্যকারিতার জন্য এর ব্যবহার শুরু হয়েছিল। মধ্যযুগে যোদ্ধাদের চামড়ার বর্মকে মজবুত করতে এই ধাতব পিনগুলো ব্যবহার করা হতো। ১৮৫০ সালের দিকে আমেরিকার গোল্ড রাশের সময়, খনিশ্রমিকদের কাজের পোশাক, বিশেষ করে ডেনিম জিনসের পকেট ও সেলাইয়ের অংশকে টেকসই করতে স্টাড লাগানো হতো। এরপর বিংশ শতাব্দীর মাঝামাঝি স্টাড হয়ে ওঠে সমাজের মূলস্রোতের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক। বাইকার, রকস্টার ও পাংক সাব-কালচারের যুবকেরা তাদের চামড়ার জ্যাকেট ও বেল্টে স্টাড বসিয়ে নিজেদের স্বতন্ত্রতা ও প্রতিবাদী মনোভাব প্রকাশ করতেন। আশির দশকে ম্যাডোনা এবং নব্বইয়ের দশকে কেট মসের মতো স্টাইল আইকনরা স্টাডকে মূলধারার ফ্যাশনে নিয়ে আসেন।
চলতি শতকের একেবারে শুরুর দিকে যারা ফ্যাশন-সচেতন ছিলেন, তাদের সবাই কিছু না কিছু স্টাড বসানো জিনিস পরতেন। কেট মসের ২০০৫ সালের গ্লাস্টনবেরির সমস্ত লুক এর বড় উদাহরণ। তার সব পোশাকে স্টাডের ছোঁয়া দেখা যায়। তিনি একটি স্টাডেড বেল্টকে একটি গোল্ড মিনি ড্রেসের এবং একটি স্টাডেড বাকেট ব্যাগকে ওয়েস্টকোট-অ্যান্ড-হট-প্যান্টসের কম্বোর সঙ্গে মিলিয়েছিলেন।
২৫-এর ফ্যাশনে
স্টাডের বর্তমান প্রত্যাবর্তন শুধু কোনো ট্রেন্ডের পুনরাবৃত্তি নয়; বরং এর আধুনিকীকরণ। পুরোনো দিনের পিরামিড-আকৃতির স্টাডের বদলে এখন ট্রেন্ডিং হলো গোলাকার, মসৃণ, রুপালি রঙা স্টাড, যা আধুনিক নকশায় এক চমকপ্রদ দ্যুতি যোগ করে। এই ট্রেন্ডের মূল আকর্ষণ এর বৈচিত্র্য। রানওয়েতেও ব্র্যান্ডগুলো স্টাডের প্রদর্শনে পিছিয়ে নেই। ক্লোয়ি তাদের ২০২৪ সালের হেমন্তের সংগ্রহে একটি বোহো-শিক স্টাডেড ক্লগ নিয়ে এসেছে। কেইট ব্র্যান্ডটি তাদের বাক্স-আকৃতির এলেনা ব্যাগ দিয়ে এই ট্রেন্ডের প্রথম দিকের অনুসারী ছিল, যা কিছুটা জনপ্রিয়তা লাভ করেছে। সেলিব্রিটিরাও এই ফ্যাশনে মেতে উঠেছেন- লিলি রোজ ডেপ ও এমিলি রাতাকোয়াস্কি স্টাডেড ব্যাগ ও বেল্ট পছন্দ করেন এবং দুয়া লিপাও সম্প্রতি ছুটি কাটাতে গিয়ে একটি স্টাডেড বেল্ট পরেছিলেন; যা ফ্যাশনিস্তাদের মাঝে সাড়া ফেলে।
২৫-এর স্টাইলিং
এই বছর স্টাডের ব্যবহার কেবল নির্দিষ্ট লুকের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বিভিন্ন স্টাইলের সঙ্গে মিশে তৈরি করছে আনকোরা কিছু।
বিজনেস ক্যাজুয়াল
কর্মক্ষেত্রে স্টাডের ব্যবহার অনেকে এড়িয়ে চলেন। তবে এ বছর এর ব্যতিক্রম দেখা যাচ্ছে। একটি নিউট্রাল রঙের ব্লেজার বা ট্রাউজারের সঙ্গে একটি ছোট স্টাডেড ক্লাচ বা স্টাড ডিটেইলিংয়ের জুতা আপনার পোশাকে বাড়তি আভিজাত্য যোগ করতে পারে।
ডাবল টেক্সচার
ডেনিম বা লেদারের পোশাক পরতে যারা ভালোবাসেন, তারা অনায়াসে স্টাড বেছে নিতে পারেন লুককে সম্পূর্ণ করতে। ডেনিম জ্যাকেট বা লেদার প্যান্টের সঙ্গে স্টাডেড বুট বা ব্যাগ স্টাইলকে আরও আকর্ষণীয় করবে।
সফিস্টিকেটেড স্টাইল
আরও মার্জিত লুক চাইলে, সিম্পল স্কার্ট বা ড্রেসের সঙ্গে স্টাডেড ব্যালেরিনা ফ্ল্যাট পরা যেতে পারে; বিশেষ করে গোলাকার, ফ্ল্যাট স্টাডযুক্ত জুতা এই লুকের জন্য পারফেক্ট।
আছে আরও কিছু
হেমন্তের পোশাকের জন্য অপরিহার্য অনুষঙ্গ এগুলো। তা হোক কোনো ককটেল ড্রেস কিংবা দৈনন্দিন কাজে বের হওয়ার পোশাকের সঙ্গে।
ব্যাগ
এই মৌসুমের সবচেয়ে জনপ্রিয় অনুষঙ্গ এটি। হিমাগুআহ, কেইট বা ভ্যালেনটিনোর মতো ব্র্যান্ডগুলো তাদের ব্যাগে স্টাড ব্যবহার করে নজর কেড়েছে।
জুতা
একসময় শুধু বুটে সীমাবদ্ধ থাকলেও এখন স্টাডের উপস্থিতি বেড়েছে ব্যালেরিনা ফ্ল্যাট, মেরি জেনস, এমনকি ক্ল্যাসিক ফ্ল্যাটেও।
বেল্ট
একটি স্টাডেড বেল্ট যেকোনো সাধারণ ডেনিম বা জিনসকে অসাধারণ করে তুলতে পারে। এটি এখন কেবল প্যান্টের সঙ্গে নয়; বরং কোট বা ব্লেজারের ওপরও পরা হচ্ছে।
তাই তো স্টাড এখন আর কেবল বিদ্রোহের প্রতীক নয়; আত্মবিশ্বাস ও স্বকীয়তারও এক নতুন ভাষ্য। এটি প্রমাণ করে, ফ্যাশনের পুরোনো ধারণা ভেঙেও নতুন কিছু তৈরি করা সম্ভব। লুকে স্টাডেড অনুষঙ্গ যোগ করার জন্য কোনো কঠোর সূত্র অনুসরণের দরকার নেই।
শিরীন অন্যা
মডেল: নাভিলা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব ও অ্যাকসেসরিজ: ক্যানভাস
ছবি: কৌশিক ইকবাল
