ফিট চেক I স্টিচড টু স্লে
দ্য ব্রোকেন স্টাফড ডল ইজ ব্যাক। ছেঁড়া ফিতা, ফাটা চেহারা আর কাটা গলার এই সাজে স্পুকি সিজনের স্টাইল আইকন বনে যাওয়ার দারুণ বন্দোবস্ত। হাসি দিয়ে বেদনা ঢাকার বৃথা চেষ্টায় রত চেহারার পুতুলটি জীর্ণ, নষ্ট হলেও হ্যালোইন ডলকোর ভাইবের জন্য সেরা অপশন। ক্যানভাসের এক্সিকিউটিভ এডিটর হোসনে নুজহাতের স্টাইলিংয়ে
এই লুকের জন্য বেবি ডল ড্রেস বাছাই করাই হবে বুদ্ধিমানের কাজ। পাফ স্লিভড হলে ভালো। না হলেও ক্ষতি নেই। অফ শোল্ডার স্লিভলেস ড্রেসে বরং ছেঁড়া-ফাটা ভাব আরও ভালো বোঝানো যাবে
লেইসি, ভেলভেটি কিংবা স্যাটিন টেক্সচারের পোশাক এ ক্ষেত্রে সবচেয়ে মানানসই। ফ্রেইড হেম, ভিজিবল সিম লাইনে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ দেখাবে সাজের সঙ্গে। রং বাছাইয়ের ক্ষেত্রেও হওয়া চাই সাবধানি। যৎসামান্য হলেও কালোর উপস্থিতি কিন্তু বাধ্যতামূলক
অ্যাকসেসরিজের ক্ষেত্রে যেকোনো সাইজের বো ইজ আ মাস্ট হ্যাভ আইটেম। সঙ্গে ছেঁড়া-ফাটা চোকার, মিসম্যাচড স্টকিং পরে নিলে দারুণ দেখাবে। পায়ে প্ল্যাটফর্ম মেরি জেনস্ই সই।
ফ্যাশন ডেস্ক
মডেল: শাকিরা
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল
