ফ্রম ফ্যাশন উইক I ম্যানিকুইন ম্যাজিক
বলিউড ফিল্ম, শেক্সপিয়ারিয়ান টেল আর মোটাউন মিউজিক প্রাণিত ছিল আলুওয়ালিয়ার লন্ডন ফ্যাশন উইক স্প্রিং/সামার ২০২৬ সিজনের ‘এফিনিটি’ নামক কিউটি। পুরো শোতে মডেলদের ত্বক রাখা হয় ফোকাসে। এর পেছনের কারিগর রোমেরো জেনিংস, ম্যাক কসমেটিকসের গ্লোবাল ডিরেক্টর অব মেকআপ। ম্যানিকুইনের মতো ত্বকের জন্য ব্র্যান্ডটির নতুন স্কিন ফিনিশ লিকুইড হাইলাইটার ব্যবহার করা হয় মডেলদের চেহারায়। ‘লিপ ইরেজ’ ব্যবহারে ব্ল্যাঙ্কড আউট করে দেওয়া হয় ঠোঁটও। নব্বইয়ের দারুণ জনপ্রিয় এ প্রোডাক্ট সম্প্রতি রিলঞ্চ করেছে ম্যাক। এর ওপর দেওয়া হয়েছে ক্লিয়ার লিপ গ্লাস নামের লিপ গ্লস। ম্যানিকুইন লিপ তৈরিতে। আর তাতেই বাজিমাত।
বিউটি ডেস্ক
মডেল: তৌহিদা
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল
