বুলেটিন
অ্যালুর বেস্ট অব বিউটির বিজয়ী
সৌন্দর্যবিশ্বের গুরুত্বপূর্ণ পুরস্কারের মধ্যে অ্যালুর বেস্ট অব বিউটি অন্যতম। ১৯৯৬ সালে শুরু হওয়া এই পুরস্কার এখনো নিজের অবস্থান ধরে রেখেছে। পণ্যের গুণমান বিচারে পুরস্কৃত করার সংস্কৃতিতে কোনো আপোস করেনি কখনো। যাচাই-বাছাই করে এ বছরের বিজয়ীদের নাম প্রকাশ করেছে ইতিমধ্যে। বেছে নিয়েছে এমন সব প্রসাধন, যা ত্বকের সাধারণ, কিন্তু চ্যালেঞ্জিং সমস্যা সমাধানে সক্ষম। এ সমস্যাগুলোর মধ্যে আছে মুখের ব্রণ, লালচে ভাব, একজিমা ও সোরায়সিস। এসব নিয়ন্ত্রণে সাহায্য করবে। এই বছর ডার্মাটোলজিস্ট ও কেমিস্টসহ ২৬ জন বিচারক ২৬১ নতুন প্রোডাক্ট পরীক্ষা ও বিশ্লেষণ করেছেন। প্রতিটি প্রোডাক্টের বৈজ্ঞানিক ভিত্তি যাচাই করা হয়েছে। নির্বাচিত এই যুগান্তকারী পণ্যগুলো ২০২৫ সালের সৌন্দর্যচর্চার ধারা বদলে দেবে—এমনটাই বিশ্বাস সংশ্লিষ্টদের। সেই সঙ্গে ত্বক, চুল এবং ব্যক্তিগত রুটিনে নতুন উদ্ভাবন নিয়ে আসবে। ১৮ অক্টোবর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
বিউটি টু বিজনেস সামিট
১২ ও ১৩ নভেম্বর ইতালির বারগামো শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিউটি টু বিজনেস সামিটের এ বছরের শো। এতে কসমেটিক সাপ্লাই চেইন বিষয়টি প্রাধান্য পাবে। আয়োজনে থাকবে প্রদর্শনী, শিল্প সংযোগ, ব্যবসায়িক সুযোগ এবং নতুন উদ্ভাবনী পণ্য উপস্থাপন। ইভেন্টে অংশ নিতে পেশাজীবী, ক্রেতা ও সরবরাহকারীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এ জন্য ব্যবহার করা চাই কর্তৃপক্ষের নির্ধারিত প্ল্যাটফর্ম। এটি শুধু প্রদর্শনী নয়; উদ্ভাবন, উদ্যোগ ও আন্তর্জাতিক ব্যবসায়িক সংযোগের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবেও পরিচিত।
মিলানো বিউটি উইক
১৭ থেকে ২১ সেপ্টেম্বর বসেছিল এর চতুর্থ আসর। এবারকার থিম নতুন আবিষ্কার, টেকসই তত্ত্ব, অন্তর্ভুক্তি, আবেগ ও সহানুভূতির মতো বিষয়গুলো; যা জীবন ও মনের সঙ্গে সম্পর্কযুক্ত। ইভেন্টে ছিল প্রদর্শনী, আলোচনা, কর্মশালা এবং সেন্সরি এক্সপেরিয়েন্স। এ ছাড়া মিলান শহর ভ্রমণও ছিল এর গুরুত্বপূর্ণ অংশ। কসমেটিকা ইটালিয়া, কসমোপ্রুফ ও এক্সেন্সের উদ্যোগে সম্পন্ন হয় পুরো আয়োজন। পারফিউম কর্মশালা ও আর্ট ইনস্টলেশন নিয়ে এসেছিল ভিন্নমাত্রা। অংশ নিয়েছে নিভিয়া, ল’রিয়েল, ওভিএস ও ডাভিনাস। তিনটি প্রকল্পও পেয়েছিল স্থান। যার শিরোনাম ছিল নেভার এন্ডিং বিউটি, লাভ ইজ ইন দ্য হেয়ার এবং এসসিএআরটি। শেষ দিন পারফিউম একাডেমি অ্যাওয়ার্ড ও গেশ্চার অব বিউটি শো অনুষ্ঠিত হয়।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ
