skip to Main Content

হরাইজন

কোপেনহেগেন ফ্যাশন উইক

২০ বছর পূর্তির আয়োজন সম্পন্ন করেছে কোপেনহেগেন ফ্যাশন উইক। ২০২৬ সালের ফল-উইন্টার লাইনআপ ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যে। জানানো হয়েছে তারিখও। রানওয়ে শো চলবে ২৭-২৯ জানুয়ারি। এবারের লাইনআপে ফিরেছে হোলজওয়েলার। হোমকামিং স্লটের স্পেশাল হাইলাইট হিসেবে গুরুত্ব পাচ্ছে এটি। নর্ডিক এ ব্র্যান্ড গত কয়েক বছরে গ্লোবালি যে গ্রোথ দেখিয়েছে, তারই রিকগনিশন এই রিটার্ন। প্যান্ডোরা-পাওয়ার্ড সিপিএইচএফডব্লিউ নিউ ট্যালেন্ট প্রোগ্রামও ফিরে আসছে; যেখানে নতুন করে যুক্ত হয়েছে স্টেম। সঙ্গে আছে বনেট আর অ্যানি সোফি মাডসেনের মতো রাইজিং লেবেল। এই ফ্যাশন আয়োজনের নিয়মকানুনে ২০২৪ সালে আনা হয়েছিল গুরুত্বপূর্ণ পরিবর্তন। সব ব্র্যান্ডের জন্য সাসটেইনেবিলিটি রিকয়ারমেন্ট মানা বাধ্যতামূলক করা হয়েছে। এবারও জারি থাকবে সেই বিধি। এই প্রোগ্রামের সিইও সিসিলি থোরসমার্কের ভাষ্য, ‘ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে এই আবশ্যিক শর্তই আমাদের হাতিয়ার।’

ফ্রেম x অ্যামেলিয়া গ্রে

ফ্রেম এবার স্ট্রিট-স্টাইল সেনসেশন অ্যামেলিয়া গ্রের সঙ্গে কোলাব করে আনছে একদম ফ্রেশ, ফ্রেঞ্চ-গার্ল চিক আর ওয়েস্ট কোস্ট সুপারমডেল ভাইবের মিক্সড ক্যাপসুল। গ্রের জন্য এটি ডেনিম ডিজাইনের প্রথম অফিশিয়াল ডেব্যু। আর সেটির ফ্লেভার পাওয়া যায় পুরো কালেকশনে। আছে তার সিগনেচার লেইড-ব্যাক অ্যাসথেটিক: একেবারে নিত্যদিনের উপযোগী হোয়াইট ট্যাঙ্ক টপ থেকে শুরু করে পারফেক্ট ব্যাগি জিনস, যা একই সঙ্গে ক্যাজুয়াল, কুল ও স্টাইলিশ। ন্যাচারালি রিল্যাক্সড, কিন্তু তাতে লুকিয়ে আছে ফ্যাশনের জেল্লা। ফ্রেম x আমেলিয়া গ্রে কোলাব সেই ব্যালান্সই ধরে রেখেছে। পুরো ড্রপ পাওয়া যাচ্ছে frame-store.com-এ। যেখানে লুকগুলো দেখে সহজে বোঝা যায়, এই কালেকশন শুধু পোশাক নয়; বর্তমান জেন-জি কুল গার্ল এনার্জির একটি সলিড ভিজ্যুয়াল ল্যাঙ্গুয়েজ।

ভ্যালেন্তিনো গারাভানির দিভেইন

ভ্যালেন্তিনো গারাভানি এবার পুরো ডিজিটাল ক্রিয়েটিভিটিকে নতুন লেভেলে তুলে নিয়েছে। লঞ্চ করেছে দিভেইন নামের ব্র্যান্ড। এটি একটি ডিজিটাল আর্ট-ড্রিভেন প্রজেক্ট, যেখানে নয়জন আন্তর্জাতিক শিল্পী নিজেদের ভিজ্যুয়াল ভাষায় রিইম্যাজিন করছেন আইকনিক এই ব্যাগকে। ১৮ নভেম্বর প্রকাশিত প্রথম চ্যাপ্টারে হাজির হন পাঁচ ক্রিয়েটিভ—থমাস আলবডর্ফ, এন্টার দ্য ভয়েড, পল অক্টাভিয়াস, আলবার্ট প্লানেলা ও টিনা টোনা। প্রত্যেকের কাজই ব্যাগটিকে নতুন দৃষ্টিতে দেখাচ্ছে। কখনো ফিউচারিস্টিক, কখনো বিমূর্ত, আবার কখনো পুরো ডিজিটাল ফ্যান্টাসির মতো। প্রকল্পের বাকি চার শিল্পীর নাম জানা যাবে চলতি মাসের শুরুতে, যা নিয়ে ইতিমধ্যে ফ্যাশন ও ডিজিটাল আর্ট মহলে বেশ আলোচনা তৈরি হয়েছে। পুরো প্রজেক্ট দেখা যাবে valentino.com -এ। যেখানে ক্ল্যাসিক লাক্সারি আর আভাঁ-গার্দ ডিজিটাল এক্সপ্রেশন মিলেমিশে তৈরি করছে নতুন ধরনের ফ্যাশন x আর্ট ন্যারেটিভ।
 ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top