গেট দ্য লুক I বৃষ্টিনির্ভর
ঝরো ঝরো বাদল দিনে পোশাকের সঙ্গে যোগ হয় বাড়তি অনুষঙ্গ। স্টাইল স্টেটমেন্টে ভিন্নতা আনতে সেসবের ব্যবহারে হতে হবে কৌশলী
বাগডুমের ট্রান্সপারেন্ট ছাতা ১৬৩ টাকা
বাগডুমের ছেলেদের রেইনকোট সেট। মূল্য ৬৩০ টাকা
ওয়াটারপ্রুফ মোবাইল কেস। ২১৯ টাকায় পাওয়া যাবে বাগডুমে
বাগডুমের মেয়েদের রেইনকোট। মূল্য ৩১০ টাকা
বাটার ছেলেদের ফ্লিপ ফ্লপ। ভ্যাট ছাড়া মূল্য ৪৫০ টাকা
বাটার মেয়েদের রাবার ব্যালেরিনা। ভ্যাট ছাড়া মূল্য ২৫০ টাকা
মডেল: শাওন ও আইশা
মেকওভার: পারসোনা
ছবি: সৈয়দ অয়ন
সময়ের সাথে সাথে ফ্যাশন ডিজাইন পরিণত হয়েছে গুরুত্বপূর্ণ একটি ক্যারিয়ার হিসেবে। আধুনিকতার এ যুগে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে অনেক কিছু এবং মানুষের কর্মক্ষেত্রে এসেছে পরিবর্তন। উদ্ভব হয়েছে নতুন নতুন উন্নয়ণমুখী সৃষ্টিশীল পেশা। ঠিক তেমনি একটি যুগোপযোগী পেশা ফ্যাশন ডিজাইন। এইচএসসি -এর পর বিবিএ, এমবিএ, অনার্স কিংবা গ্রাজুয়েশন করার পাশাপাশি যে কোন বয়সের শিক্ষার্থীরা সাধারণ পড়াশোনার পাশা-পাশি ফ্যাশন ডিজাইনে প্র্রশিক্ষণ নিয়ে শুরু করতে পারেন আকর্ষণীয় এই পেশা।