skip to Main Content

হরাইজন

আবর্জনায় তৈরি জার্সি

স্প্যানিশ ফুটবল দল রিয়াল মাদ্রিদ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাদের তৃতীয় জার্সির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে ভক্তদের। হোম ও অ্যাওয়ে জার্সির বাইরে কোরাল পিংকের এই জার্সি ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি বানানো হয়েছে সাগরে ভেসে থাকা পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী দিয়ে। এই আবর্জনা নিয়ে অনেক দিন ধরেই পরিবেশবাদীরা সচেতনতা গড়ে তোলার চেষ্টা করছেন। মানুষের ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলসহ নানা ধরনের দ্রব্যে সমুদ্রের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে, এ নিয়ে সচেতনতা বাড়াতে অ্যাডিডাসের এই উদ্যোগ। চলতি মৌসুমে রিয়ালের সব খেলোয়াড়ের গায়ে দেখা যাবে সামুদ্রিক আবর্জনা থেকে তৈরি এই জার্সি।
এর আগে ২০১৬ সালে রিয়াল ও বায়ার্ন মিউনিখ একটি ম্যাচে এমনই এক জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিল। আর এবার পুরো মৌসুমেই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের গায়ে থাকবে এই জার্সি। এর কলারে একটি স্ট্রিপে লেখা থাকবে ‘সাগরের জন্য’। জার্সিটি তৈরি করতে অ্যাডিডাসকে সহযোগিতা করেছে পারলে ফর দ্য ওশেন নামের একটি প্রতিষ্ঠান। সমুদ্রের আবর্জনা অপসারণ এবং এ সম্পর্কে সচেতনতা তৈরিতে এটি কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষার এই আন্দোলনে রিয়াল মাদ্রিদের ভক্তরা যোগ দিতে চাইলে একজন সমর্থককে খরচ করতে হবে প্রায় ৭৫ ইউরো বা ৭ হাজার ৩০০ টাকা।

 

 

দেশি লুক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রিয়াঙ্কা-নিকের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে ১৮ আগস্ট। এই দিন মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে দুই পরিবারের ঘনিষ্ঠজন ও বন্ধুদের উপস্থিতিতে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের ‘রোকা’ অনুষ্ঠিত হয়। আশীর্বাদ ও বাগদানের মধ্য দিয়েই তারা তাদের পরিণয়ের প্রথম ধাপটি পার করলেন। অনুষ্ঠানে একেবারেই দেশি লুকে দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়াকে। লেমন-ইয়েলো আনারকলি পরেছিলেন তিনি। রুপালি পাড় আর ঝলমলে ভারী কারুকাজে মোড়ানো পোশাকটির নকশা করেছেন আবু জানি সন্দ্বীপ খোসলা। পায়ে ছিল রুপালি স্লিপার। মেকআপও একদম ছিমছাম। গয়নার আধিক্য চোখে পড়েনি। মাঝখানে সিঁথি করা চুল খোলাই রেখেছিলেন। প্রিয়াঙ্কার পুরো স্টাইলিং করে দিয়েছেন অমি প্যাটেল। নিককেও দেখা গেছে ঐতিহ্যবাহী দেশি সাজে। সিল্কের সাদা পাজামা-পাঞ্জাবি পরেছিলেন তিনি।

স্টেলা বাকেল বুট

নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে প্রায়ই তারকাদের নানা ধরনের এক্সপেরিমেন্ট করতে দেখা যায়। ভক্তদের মাঝেও এ নিয়ে আগ্রহের কমতি থাকে না। কয়েক দিন আগে মার্কিন সংগীতশিল্পী জেনিফার লোপেজকে নিউইয়র্কের রাস্তায় দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। প্রথম দেখায় অনেকেই মনে করেছেন, তার ডেনিম প্যান্টটি যেন নিচে নেমে যাচ্ছে। মজার বিষয় হচ্ছে, তিনি সেদিন লম্বা সাদা শার্টের সঙ্গে কোনো প্যান্ট পরেননি, বরং পরেছিলেন লম্বা স্টেলা বাকেল বুট। ডেনিম প্যান্টের মতো দেখতে এই বুট তৈরি করেছে ফ্যাশন ব্র্যান্ড ভারসাচি। হাঁটু পর্যন্ত লম্বা আর পেনসিল হিলের এই বুট এখনো আসেনি বাজারে। ভারসাচি জানিয়েছে, ২০১৯ সালের এপ্রিলে পাওয়া যাবে এই স্টেলা বাকেল বুট। প্রচারণার খাতিরেই তা জেনিফারের পায়ে দেখা গেছে। এর উপরের অংশে যোগ করা হয়েছে বেল্ট এবং ভারসাচির লোগো। এমনকি একটি পকেটও রয়েছে স্টেলা বাকেল বুটের পাশের অংশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top