দেশের নান্দনিক, রুচিসম্মত ও ফ্যাশনেবল ব্র্যান্ড টুয়েলভ ক্লথিং লিমিটেড চলতি সেপ্টেম্বরে ক্রেতাদের জন্য নানা ডিজাইনের পোশাকে সাজানোর পাশাপাশি প্রতিটি আউটলেটে রেখেছে বিশেষ অফার। অনলাইনেও ক্রেতারা এসব অফার উপভোগ করতে পারবেন। এ ছাড়া, নিজেদের লয়্যাল কার্ডধারী ক্রেতাদের জন্যও বিভিন্ন সময়ে নানা ধরনের আয়োজন করে থাকে টুয়েলভ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও বলা হয়, আবহাওয়া সব সময় বিবেচনায় রেখে নিজেদের কালেকশন সমৃদ্ধ করেছে টুয়েলভ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) থেকে ‘সিজন অব সেল’ নামে নতুন ক্যাম্পেইন চালু করছে ব্র্যান্ডটি। স্টক সীমিত থাকায় এই অফার চলবে অল্প কিছুদিন। তাতে সকল পণ্যের ওপর থাকছে ৩৩% পর্যন্ত মূল্যছাড়।
এ প্রসঙ্গে টুয়েলভ কর্তৃপক্ষের ভাষ্য, ক্রেতাদের নিয়ে দেশ ও দেশের বাইরে একটি বিশাল পরিবার তৈরি করেছে ব্র্যান্ডটি। সেই পরিবারের সদস্যদের আনন্দের উপলক্ষ তৈরি করার জন্যই এ আয়োজন।
- ক্যানভাস অনলাইন
ছবি: টুয়েলভ-এর সৌজন্যে

