কোমল পানীয়র জগতে যাদের নামডাক এক শ বছরের, সেই কোকাকোলা বাজারে আনল অ্যালকোহলিক ড্রিংকস লেমন ডু। অ্যালকোহলিক বাজারে তেমন সাড়া ছিল না কোম্পানিটির। সত্তরের দশকে ওয়াইনের ব্যবসায় নামলেও তা সফলতার মুখ দেখেনি।
বাজার দখলের প্রতিযোগিতায় জাপানি বাজারে এক পা এগিয়ে রাখল কোকাকোলা। তাদের লেমন ডু অ্যালকোহলিক ড্রিঙ্কের মাধ্যমে। কোকাকোলা নির্মিত এ অ্যালকোহলিক ড্রিঙ্কে অ্যালকোহলের মাত্রা ৩ থেকে ৮ শতাংশ। জানা যায়, জাপানি যুবতীদের অনেকেই অ্যালকোহলিক ড্রিঙ্ক হিসেবে বাতাবিলেবু স্বাদের চুহাই পান করতে বেশি পছন্দ করেন। তাদের পছন্দের কথা মাথায় রেখেই কোকাকোলার তাদের নতুন ড্রিঙ্ক লেমন ডু বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়।
দৃষ্টিনন্দন ক্যান, আকর্ষণীয় প্যাকেজিং ও মনভোলানো স্বাদ নিয়ে জাপানি তরুণদের চাঙা রাখতে চায় কোম্পানিটি। সানতরি, আসাহি ও কিরিং এই কোম্পানিগুলোর ড্রিঙ্কস জাপানি বাজার দখল করে থাকলেও, কোম্পানিগুলোকে পাশ কাটিয়ে কোকাকোলা তাদের ভোক্তাদের সন্তুষ্টির মাত্রা আরও একধাপ বাড়াতে চায়।
আপাতত জাপানের দক্ষিণাঞ্চলে কায়উশু এলাকায় মিলছে লেমন ডু ড্রিঙ্কটি। ৩৫০ মিলি একটি ক্যানের দাম জাপানি মুদ্রায় ১৪০ ইয়েন। যা মার্কিন মুদ্রায় ১.৪ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় কোকাকোলার এই ড্রিংকটির দাম প্রায় ৯৫ রুপি।