চা–পাতার নির্যাস থেকে যে ন্যানো পার্টিকেল পাওয়া যায়, তা ফুসফুসের ক্যানসার নিরাময়ের অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। জানাচ্ছেন একদল গবেষক। একটি ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, একদল ভারতীয় ব্রিটিশ বিজ্ঞানী চা–পাতা থেকে বিশেষ এক পদ্ধতিতে ন্যানো পার্টিকেল সংগ্রহ করেছেন। ন্যানো পার্টিকেলগুলোর নাম দেওয়া হয়েছে ‘কোয়ান্টাম ডটস’। দক্ষিণ ভারতের বিজ্ঞানী সুধাগর পিচাইথুমু জানিয়েছেন, এই কোয়ান্টাম ডটসগুলো ফুসফুসের ক্যানসার কোষ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা ধারণ করে। চা–পাতার নির্যাস থেকে বিশেষ এক রাসায়নিক প্রক্রিয়ায় কোয়ান্টাম ডটস সংগ্রহ করা হয় বলে জানা গেছে।
পলিফেনল, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্টের মতো চা–পাতার পদার্থগুলো সংগ্রহ করে তার সঙ্গে ক্যাডমিয়াম সালফেট ও সোডিয়াম সালফাইড মিশিয়ে কোয়ান্টাম ডটস তৈরি করা হয়। এই কোয়ান্টাম ডটসগুলো ফুসফুসের ক্যানসারে আক্রান্ত কোষগুলোর ওপর প্রয়োগ করলেই সেগুলো ধ্বংস হয়ে যায়। ‘অ্যাপ্লায়েড ন্যানো ম্যাটিরিয়াল জার্নাল’-এ এই গবেষণা প্রকাশিত হয়েছে। ক্যানসার প্রতিরোধে এই গবেষণা আগামী দিনে চিকিৎসাবিজ্ঞান আরও কয়েক ধাপ এগিয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।