রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন আয়োজন করছে ফ্লেভারস অব মানচুরিয়ান অ্যান্ড স্যেচুয়ান থিম ডিনার বুফে। ৪ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত; প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার। এই অফারে উপভোগ করা যাবে একটি বিশেষ মেনু, নির্ধারিত ব্যাংক কার্ডে একটি কিনলে তিনটি ফ্রি; সঙ্গে র্যাফেল জেতার সুযোগ। বিজয়ী কাপল জিতে নিতে পারবে ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট। এই আয়োজনে এয়ারলাইন পার্টনার এয়ার আস্টরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বুফেটি পরিবেশন করা হবে রেডিসনের জনপ্রিয় ওয়াটার গার্ডেন ব্রেসেরই রেস্টুরেন্টে; সন্ধ্যা ছয়টার পরে। এ উপলক্ষে রেস্টুরেন্ট সাজানো হয়েছে চাইনিজ থিমে। মেনুতে রয়েছে অনেক রকম জনপ্রিয় মানচুরিয়ান ও স্যেচুয়ান খাবার; যেমন হট অ্যান্ড সাওয়ার স্যুপ, পচ্ড চিল সিফুড, সুশি এবং স্যালাদের বিভিন্ন ধরন। হাইলাইটের মধ্যে রয়েছে রোস্টেড বেইজিং ডাক কার্ভিং স্টেশন, ইন্টারঅ্যাকটিভ সিজুয়ান স্টার ফ্রাই স্টেশন এবং বিভিন্ন ডিম সাম। লাইভ গ্রিল কর্নারে থাকবে গরুর মাংসের মেডেলিয়ন, গ্রিলড চিংড়ি, সি ফুড স্কুয়ার এবং মাসালা পমফ্রেট। এ ছাড়াও সুইট অ্যান্ড সাওয়ার চিংড়ি, স্টিকি হানি অ্যান্ড সয় ব্রেইজড ল্যাম্ব শ্যাঙ্কস, হায়দরাবাদ মাটন ডম বিরিয়ানি এবং চিকেন আচারী কাবাব অতিথিদের জন্য স্বাদের সম্পূর্ণতা নিশ্চিত করবে।
ডেজার্ট স্টেশনে উপভোগ করতে পারবেন চকলেট ফাউন্টেন, মিনি ডেজার্ট, লাইভ চাইনিজ সেসমে বল এবং রেড ভেলভেট, চকলেট ও তিরামিসু কেক। এ ছাড়াও রসগোল্লা, শাহি টুকরা, জাফরান ফিরনি এবং পাতিশাপটা পিঠা, লাইভ আইসক্রিম আর মৌসুমি ফল এই ভোজন অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলবে।
রিজার্ভেশনের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে: ০১৭৩০০৮৯১৭০, ০১৭৩০০৮৯১৩৬, ০১৭৩০০৮৯১৩০, ০১৩১৩০৩০৩০৭।
- ক্যানভাস অনলাইন
ছবি: রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন-এর সৌজন্যে

