বাংলাদেশের লাক্সারি মাল্টি ব্র্যান্ড স্টোর ফ্ল্যাগশিপ ১৩৮ নিয়ে এসেছে পূজা কালেকশন ২০২৩। উদ্দেশ্য আসন্ন পূজা এবং শরতের স্নিগ্ধতা একইসাথে প্রকাশ। আয়োজনের বিশেষত্ব বাহারি রঙ এর ব্যবহারে। আরামদায়ক ফেব্রিকে বিন্যাসিত হয়েছে নকশার নতুনত্ব। ফিমেল কালেকশনের পাশাপাশি মেইল সেকশনও পেয়েছে সমান গুরুত্ব। লেবেলটির নতুন সংযোজন মোনার্ক। মূল আকর্ষণ ফ্লোরাল প্রিন্টের প্রিমিয়াম ফেব্রিকের শার্ট। মোনার্ক ষ্টুডিও এর স্পেশাল জুতো এবং ব্যাগ,ক্লাচ ব্যাগের কলেবর বিশাল। ফিমেল লাইনে আছে জামদানির বিভিন্ন ফিউশন। এ তালিকায় শাড়ি, কাফতান, লেহেঙ্গা, টু পিস আছে। শাড়ির লাইন বেশ বড়। ।
উৎসবের সময় বাড়িতে মেহমানদারিতেও যাতে কোনও কমতি না থাকে তাই এই আয়োজনে পেয়ে যাবেন বিভিন্ন রকমের ট্রে, টেবিলওয়ার এবং ঘর সাজানোর সামগ্রী। ঢাকার প্রাণকেন্দ্র বনানীর কামাল আতাতুর্ক এ অবস্থিত ফ্ল্যাগশিপ ১৩৮ প্রস্তুত পূজার আয়োজন নিয়ে।