skip to Main Content
ইউনিমার্ট-ফুডপ্যান্ডা অংশীদারত্ব

অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডার মাধ্যমে এখন থেকে সুপার শপ ইউনিমার্টের পণ্য অর্ডার করতে পারবেন গ্রাহকেরা। সম্প্রতি রাজধানীতে ইউনাইটেড গ্রুপের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় ঢাকা ও সিলেটের সাতটি আউলেট থেকে ১০ হাজারেরও বেশি পণ্য অর্ডার করা যাবে ফুডপ্যান্ডার মাধ্যমে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ইউনিমার্টের ঢাকার গুলশান ১, গুলশান ২, ধানমন্ডি, উত্তরা (বিমানবন্দরের কাছে), ওয়ারী ও ইউনাইটেড সিটি (সাতারকুল) এবং সিলেটের আম্বরখানা আউটলেট থেকে ফুডপ্যান্ডার মাধ্যমে গ্রোসারির পাশাপাশি তাজা শাকসবজি, মাছ-মাংস ও আল্ট্রা ফ্রেশ আইটেমসহ সব ধরনের প্রয়োজনীয় পণ্য সহজে অর্ডার করতে পারবেন গ্রাহকেরা।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ফুডপ্যান্ডা বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কিউ-কমার্স বিভাগের ডিরেক্টর মোহাম্মদ তাবরেজ খান, পার্টনারশিপ অ্যান্ড রিটেইল মিডিয়ার প্রধান সিদ্ধার্থ ভৌমিক, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট (শপস) বিভাগের লিড মো. আসফাকুজ্জামান রাইভি এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার মাহাদি তানজিল।

ইউনিমার্ট লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার গাজী মাহফুজুর রহমান, চিফ অপারেটিং অফিসার শাহিন মাহমুদ, হেড অব অপারেশনস মো. ফয়জুল হক রনি, হেড অব প্রোকিওরমেন্ট মো. ফাইজুল্লাহ রশিদ শিমুল, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের সিনিয়র ম্যানেজার সুমি সেন গুপ্তা, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার নাহিদা বেগম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ জায়েদ ইব্রাহিম এবং অলটারনেটিভ বিজনেস চ্যানেলের সিনিয়র এক্সিকিউটিভ ঐশী বিশ্বাস।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top