নতুন বছরের আনন্দঘন সূচনায় প্রিয়জনের সঙ্গে কাটুক উৎসবের মুহূর্ত। এই ভাবনা থেকেই ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে বিশেষ ডাইনিং ও স্পা প্রিভিলেজ ক্যাম্পেইন, ‘ডাইন উইদ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ‘।
১ থেকে ১০ জানুয়ারি ২০২৬, অতিথিরা উপভোগ করতে পারছেন এক্সক্লুসিভ ব্যুফে ডিনার, যেখানে রয়েছে সিলেক্টেড ইন্টারন্যাশনাল কুজিন এবং লোভনীয় ডেজার্ট কর্নার, যা পারিবারিক আড্ডা ও বন্ধুমহলের মিলনমেলায় এনে দিচ্ছে বাড়তি আনন্দ। এ আনন্দকে আরও আকর্ষণীয় করতে থাকছে স্পেশাল গ্রুপ ডাইনিং, একটির মূল্যে ৩টি ব্যুফে ডিনার উপভোগের সুযোগ, ৮৩৩৩ টাকায়; যা সকল অতিথির জন্য প্রযোজ্য।

নতুন বছরের শুরুতে রিল্যাক্সেশন ও সেলফ-কেয়ারকে গুরুত্ব দিয়ে ঢাকা রিজেন্সির জুভেনেক্স স্পাতে থাকছে বিশেষ ছাড়। অতিথিরা পাবেন সব স্পা সার্ভিসে ২৬% ডিসকাউন্ট, আর প্রিমিয়ার ক্লাব সদস্যরা উপভোগ করবেন ৪০% পর্যন্ত আকর্ষণীয় ডিসকাউন্ট, যা চলবে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত । ফলে একসঙ্গে আনন্দ, স্বাদ ও আরাম– সবকিছু উপভোগের দারুণ সুযোগ দিচ্ছে এই নিউ ইয়ার স্পেশাল আয়োজন।

উষ্ণ আতিথেয়তা, মনোমুগ্ধকর পরিবেশ এবং সুচিন্তিত সেবার সমন্বয়ে ঢাকা রিজেন্সি সকলকে আমন্ত্রণ জানায় পরিবার ও বন্ধুদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত তৈরি করার জন্য। বিস্তারিত জানতে ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে যোগাযোগ অথবা https://www.facebook.com/share/16CHAF4uoW ওয়েব লিংকে ভিজিট করতে পারেন।
- ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে

