skip to Main Content
এক্স সিরামিক্সের ‘জার্নি টু ইনফিনিটি’

বাংলাদেশের সিরামিক শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এক্স সিরামিক্স সফলভাবে আয়োজন করেছে তাদের বার্ষিক ফ্ল্যাগশিপ আয়োজন ‘এক্স সিরামিক্স ডিলার মিট ২০২৬– জার্নি টু ইনফিনিটি’। কক্সবাজারের ইনানিতে অবস্থিত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে আয়োজিত এই দুই দিনের আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ জন ডিলার অংশগ্রহণ করেন। এই আয়োজন এক্স সিরামিক্সের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানের প্রতি প্রতিশ্রুতিকে নতুন করে তুলে ধরে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) আয়োজিত হয় একটি নান্দনিক ও এক্সক্লুসিভ গালা নাইট, যেখানে উদযাপিত হয় ডিলারদের সঙ্গে এক্স সিরামিক্সের বিশ্বাস, অংশীদারত্ব এবং যৌথ সাফল্যের যাত্রা। কক্সবাজারের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এই সন্ধ্যা এক্স সিরামিক্সের প্রিমিয়াম ব্র্যান্ড ইমেজ এবং সম্পর্কভিত্তিক ব্যবসায়িক দর্শনের প্রতিফলন ঘটায়। গালা নাইটে উপস্থিত ছিলেন এক্স ইনডেক্স কোম্পানিজের কো-ফাউন্ডার এবং চেয়ারম্যান স্থপতি মোঃ মাজহারূল কাদের, এক্স সিরামিক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহীন মাযহার, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মামুনুর রশিদ এফসিএমএ-সহ সেলস, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) এবং অন্যান্য সিনিয়র ম্যানেজমেন্ট লিডার।

দ্বিতীয় দিনের বিজনেস সেশন ছিল ভবিষ্যৎ পরিকল্পনা, কৌশলগত দিকনির্দেশনা এবং নেতৃত্বের সঙ্গে সরাসরি সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিজনেস সেশনের নেতৃত্ব দেন এক্স সিরামিক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহীন মাযহার। তিনি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ভিশন, নতুন ব্যবসায়িক কৌশল এবং টেকসই সম্প্রসারণের রোডম্যাপ তুলে ধরেন। বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের যাত্রা সব সময়ই ইতালিয়ান উৎকর্ষতা থেকে অনুপ্রাণিত। সামনে এগিয়ে যেতে গিয়ে আমরা এই ইতালিয়ান হেরিটেজকে আরও শক্তিশালী করব– গ্লোবাল ডিজাইন দর্শন, আধুনিক উদ্ভাবন এবং দৃঢ় অংশীদারত্বের মাধ্যমে এক্স সিরামিক্সকে এক অনন্ত সম্ভাবনার ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে।’

বলা হয়, এক্স সিরামিক্স বাংলাদেশে একমাত্র সিরামিক ব্র্যান্ড, যা প্রকৃত ইতালিয়ান হেরিটেজের ভিত্তিতে গড়ে উঠেছে। ইতালির বিশ্বখ্যাত কারুশিল্প, নকশাগত সৌন্দর্য এবং উৎপাদন দক্ষতা থেকেই ব্র্যান্ডটি অনুপ্রেরণা গ্রহণ করে। ভবিষ্যতে এক্স সিরামিক্স এই ইতালিয়ান সংযোগকে আরও গভীর ও শক্তিশালী করবে– উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক সহযোগিতা এবং ইউরোপীয় মানদণ্ড অনুসরণের মাধ্যমে।

এ ছাড়াও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মামুনুর রশিদ, এফসিএমএ-সহ সেলস, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আর এন্ড ডি) এবং অন্যান্য সিনিয়র ম্যানেজমেন্ট লিডার নতুন পণ্য, নীতিমালা, বাজার সম্প্রসারণ কৌশল এবং গবেষণা উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন। এতে ডিলাররা ভবিষ্যৎ সুযোগ ও ব্যবসায়িক অগ্রাধিকারের বিষয়ে একটি স্পষ্ট ধারণা লাভ করেন।

আরঅ্যান্ডডি টিম আসন্ন নতুন প্রজন্মের পণ্যের বিষয়ে আলোকপাত করে, যা পরিবর্তনশীল ভোক্তা চাহিদা পূরণের পাশাপাশি ইতালিয়ান ডিজাইনের সূক্ষ্মতা, টেকসই মান এবং নান্দনিক উৎকর্ষ বজায় রাখবে।

দেশের প্রায় অর্ধসহস্র ডিলারের সক্রিয় অংশগ্রহণ এক্স সিরামিক্সের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং ব্র্যান্ডের প্রতি তাদের আস্থার স্পষ্ট প্রমাণ। নেতৃত্ব ও অংশীদারদের মধ্যকার খোলামেলা আলোচনা স্বচ্ছতা, সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির যৌথ অঙ্গীকারকে আরও দৃঢ় করে।

‘জার্নি টু ইনফিনিটি’ থিমকে ধারণ করে এক্স সিরামিক্স ডিলার মিট ২০২৬– এক্স সিরামিক্সের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হলো; যা সীমা অতিক্রম করে শিল্পের মান উন্নয়নে নেতৃত্ব দেওয়া এবং ইতালিয়ান হেরিটেজে ভিত্তি করে বৈশ্বিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন ভবিষ্যৎ গড়ার দৃঢ় বার্তা বহন করে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: এক্স সিরামিক্স-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top