skip to Main Content
কালার কাস্ট ফ্যাশন রিভাইভ্যাল সিজন টু

চট্টগ্রামে আয়োজনের জৌলুসে সম্পন্ন হলো কালার কাস্টের দ্বিতীয় আয়োজন– ‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভ্যাল সিজন টু ২০২৫’। ডিসেম্বর ২০২৫, চট্টগ্রাম রেডিসন ব্লুতে, অত্যন্ত বর্ণিল ও মর্যাদাপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে।

এটি ছিল রূপা ফ্যাশন সিটিজি পেজেন্টস এবং কালার কাস্ট ফ্যাশন রিভাইভ্যাল সিজন টুর যৌথ উপস্থাপনা। পাওয়ার্ড বাই ব্লু মুন ফ্যাশন, কো-পাওয়ার্ড বাই স্টাইল ফ্যাব্রিক, ইন অ্যাসোসিয়েট উইদ বিশ্বরঙ। ইভেন্ট বাই প্রাইম ডট কমিউনিকেশন– সজীব মির্জা। সাপোর্টেড বাই আজরান বাই তানসিফ খান, অর্গানাইজড বাই কালার কাস্ট– আরফান রহমান আরভীর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আয়োজনের আরও সম্পৃক্ত ছিল ফুটওয়্যার পার্টনার– টাপার’স; ট্রাভেল পার্টনার– ম্যানহাটন ট্রাভেল, দ্য লাইটিংস্টাইল, মন্তহাইন, রায়হান মেকওভার, বাতি, জালালাবাদ, ফারাসা ওয়ারড্রোব, স্টুডিও ব্যাকড্রাপ,ইলুসন, অন্যনা।

রূপা ফ্যাশন সিটিজির পক্ষে উপস্থিত ছিলেন রূপা চৌধুরী। ব্লু মুন ফ্যাশনের পক্ষে জাহেদ জাহিফ এবং স্টাইল ফ্যাব্রিকের প্রতিনিধিত্ব করেন ফয়সাল হোসেন। বিশ্বরঙের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিজাইনার বিপ্লব সাহা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম; জনপ্রিয় তারকা অপি করিম, ডিজাইনার রূপা চৌধুরী, জাহেদ জাহিফ, রওশন আরা চৌধুরী, সেতু বিশ্বাস, আবদুর রাজ্জাক, শাওন পান্ত, সূবর্ণ রহমান, ইসরাত জাহান ইভা, সাজ্জাদ হোসেন প্রমুখ।

আয়োজনে ঢাকা ও চট্টগ্রামের জনপ্রিয় মডেল, ব্র্যান্ড ও ডিজাইনাররা অংশগ্রহণ করেন, যা পুরো অনুষ্ঠানকে করেছে আরও বর্ণময় ও মনোমুগ্ধকর।

অনুষ্ঠানের ফ্যাশন কোরিওগ্রাফি করেছেন আশিকুর রহমান পনি। উপস্থাপনায় ছিলেন ইমতু রাতিশ ও পৃথা। আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়, যা উপস্থিত দর্শক ও অংশগ্রহণকারীদের প্রশংসা কুড়ায়।

চট্টগ্রামের ডিসেম্বরের এই বিশেষ রাত্রিতে ফ্যাশনপ্রেমীদের জন্য আয়োজনটি হয়ে ওঠে সত্যিকারের এক আলোকিত উৎসব। মিডিয়া পার্টনার ছিল ক্যানভাস।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: আয়োজকদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top