১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। গৌরবময় এ দিবসকে ঘিরে শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুদের শৈল্পিক দক্ষতা ও অভিব্যক্তি প্রকাশ এবং প্রতিভার বিকাশ সাধনে উদ্দীপনা জোগানো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
হোটেলটির হল রুম সেলেব্রেশন হলে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাতে দুই গ্রুপে ৫ থেকে ১২ বছরের বয়সী প্রায় ২০০ প্রতিযোগী অংশ নেয়।
সকাল ১১টায় শুরু হয় এক ঘণ্টা সময়ব্যাপ্তির এ প্রতিযোগিতা। পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় দুপুর ১টায়। তাতে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সির সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মো. মাহমুদ হাসান, হিউম্যান রিসোর্স ডিরেক্টর কমান্ডার (অব.) মনিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার– পাবলিক রিলেশন , সেলস অ্যান্ড মার্কেটিং টিম ইরা মাসুক এবং স্পন্সরের প্রতিনিধিরা।
এ ছাড়াও এ বছর ঢাকা রিজেন্সি নতুন সংযজন করেছে ক্র্যাফটস এবং আর্ট পার্টনার হাতবাক্সের কোলাবরেশনে বিজয় কিডস আর্টের সঙ্গে তারই ধারাবাহিকতা রেখে আরেকটি প্রতিযোগিতা রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে অনুষ্ঠিত হয় বেলা সাড়ে ১২টায়। তাতে মার্বেল স্টোন চিপ পেইন্ট করে শিশুরা। সেখান থেকেও ৩ জন বিজয়ী পুরস্কার লাভ করে।
এই ইভেন্টের স্ন্যাকস পার্টনার ছিল বম্বে সুইটস লিমিটেড, আইসক্রিম পার্টনার ইগলু আইসক্রিম, গিফট পার্টনার ফেবার কেস্টাল এবং ক্র্যাফটস ও আর্ট পার্টনার হাতবাক্স ।
- ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে