স্প্যানিশ ফাস্ট ফ্যাশন কোম্পানি ‘ম্যাঙ্গো’র অন্যতম প্রতিষ্ঠাতা ইসাক আন্দিক এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) পাহাড় থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। নিউইয়র্ক পোস্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ভাই নামান আন্দিকের সঙ্গে যৌথভাবে বার্সেলোনাভিত্তিক ফ্যাশন সাম্রাজ্য ‘ম্যাঙ্গো’ প্রতিষ্ঠা করেছিলেন ইসাক। পুলিশের ভাষ্য, ৭৭ বছর বয়সী এই সফল ব্যবসায়ী বার্সেলোনার মন্তসেরাত গুহায় আত্মীয়দের সঙ্গে হাইকিংয়ে গেলে একটি পর্বতগাত্র থেকে পা পিছলে প্রায় ১০০ মিটার নিচে পড়ে যান। তাতে তার মৃত্যু ঘটে।
তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে ‘ম্যাঙ্গো’র পক্ষে আনুষ্ঠানিক বার্তা দিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও টনি রুইজ।
তুরস্কের ইস্তাম্বুলে জন্মগ্রহণকারী ইসাক গেল শতকের ষাটের দশকে পরিবারের সঙ্গে স্পেনের কাতালুনিয়া রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলে পাড়ি জমান। ১৯৮৪ সালে ‘ম্যাঙ্গো’ প্রতিষ্ঠা করেন তিনি। ফোবর্সের তথ্যমতে, তার সম্পদের পরিমাণ সাড়ে চার বিলিয়ন ডলার। মৃত্যুকালে কোম্পানিটির নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলেন ইসাক।
- ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট