বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড এবং বিনোদনবিষয়ক ম্যাগাজিন অন্যদিন যৌথভাবে আবহমান রেসিপি প্রতিযোগিতার আয়োজন করে। ১৫ মে ফুড ক্যাডেট ইনস্টিটিউটে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে আসা অসংখ্য রেসিপি প্রাথমিকভাবে বাছাই করা হয়। বাছাই করা ৩০টি রেসিপির রাঁধুনিকে রান্নার সুযোগ দেওয়া হয়। বিচারকেরা ৩ জনকে বিজয়ী ঘোষণা করেন। তারা হলেন প্রথম বিজয়ী শরীফুল ইসলাম, দ্বিতীয় সাহেরা বানু ও তৃতীয় নাদিয়া নাতাশা।
সরিষার তেল দিয়ে তৈরি অনেক সুস্বাদু খাবার কালের অতলে হারিয়ে যাচ্ছে। রূপচাঁদা সরিষার তেল এবং অন্যদিন উদ্যোগ নিয়েছে সেই হারিয়ে যাওয়া রেসিপি খুঁজে বের করার। এই উদ্যোগকে ফলপ্রসূ করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০টি রেসিপি নিয়ে অন্যদিন প্রকাশ করবে একটি বিশেষ রেসিপি সংখ্যা। বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন ঢাকা-কক্সবাজার-ঢাকা ফ্যামিলি ট্যুর। প্রতিযোগিতার বিচারক ছিলেন নাফিজ ইসলাম লিপি, উম্মাহ মোস্তফা ও রাজিব প্রামানিক। উল্লেখ্য, রূপচাঁদা সরিষার তেলের বাজারজাতকারী কোম্পানি বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড।